4:12 pm , November 9, 2024
বানারীপাড়া প্রতিবেদক ॥ বানারীপাড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন বানারীপাড়া ব্লাড ব্যাংকের নব গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় বানারীপাড়া মাহমুদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা মিলনায়তনে ব্লাড ব্যাংকের প্রধান উপদেষ্টা ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো: আব্দুস সালামের সভাপতিত্বে ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা: অন্তরা হালদার। বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফখরুল ইসলাম, বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো: মোস্তফা, বানারীপাড়া পৌর বিএনপির আহবায়ক আহসান কবির নান্না হাওলাদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্লাড ব্যাংকের উপদেষ্টা তারিকুল ইসলাম,আশিকুল ইসলাম আজাদ,বানারীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সাংবাদিক মো: সাইদুল ইসলাম,সাংবাদিক জাকির হোসেন প্রমুখ। সভায় ব্লাড ব্যাংকের পক্ষ থেকে অতিথিদের ক্রেষ্ট প্রদান ও ব্লাড ব্যাংকের নব গঠিত কমিটির সদস্যদের মাঝে টি শার্ট এবং আইডি কার্ড বিতরণ করা হয়।