4:12 pm , November 9, 2024
রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী প্রতিবেদক ॥ গতকাল শনিবার কাউখালী উপজেলার বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি আলু ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। আবার অনেক দোকানে আলু পাওয়া যাচ্ছে না। ফলে মধ্য ও নি¤œবিত্ত পরিবারের দুর্ভোগের শেষ নেই। গত এক সপ্তাহের ব্যবধানে আলুর দাম কেজিতে ১০ টাকা বৃদ্ধি পেয়েছে। উপজেলার দক্ষিণ বাজারের আলুর আড়ৎদার শাহিন হোসেন, হাসান বলেন, মোকামে আলুর দাম বেশি ও আমদানি কম। বেশি দামে কিনলে আমাদের বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করতে হয়। আমরা তো আলু উৎপাদন করি না। খুচরা ব্যবসায়ী তাজুল ইসলাম বলেন, একমাসের ব্যবধানে আলুর দাম কেজিতে ২০ টাকা বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহেও আলু আমরা ৬০ টাকা দরে বিক্রি করেছি। দিনমজুর আব্দুল মোতালেব ও রিকশাচালক নাঈম হোসেন আক্ষেপ করে বলেন, আমাদের মত খেটে খাওয়া মানুষের কথা কেউ চিন্তা করে না। আমাদের পক্ষে কি সম্ভব ৭০ টাকা দরে আলু কেনা? আমরা কোন দেশে বসবাস করছি। ক্রেতা মাসুম বিল্লাহ বলেন, আমাদের কষ্টের কথা কাকে বলবো। এখন পর্যন্ত সিন্ডিকেট কেউ ভাঙতে পারেনি। সিন্ডিকেট ও অসাধু ব্যবসায়ীদের কারচুপির কারণে আলু সহ প্রতিটি দ্রব্যের দাম দিন দিন বেড়েই চলছে। ব্যবসায়ীরা আমাদের জিম্মি করে ফেলেছেন আক্ষেপ করে বলেন ক্রেতা মাহফুজ হোসেন। এদিকে শীতের পরশ এলেও সবজির বাজার এখনো সাধারণ ক্রেতাদের নাগালে বাইরে। প্রতি কেজি শিম ১০০ টাকা, মিষ্টি কুমড়া ৮০ টাকা, বাধাকপি ৭০ টাকা, ফুলকপি ১২০ টাকা, পটল ৫০ থেকে ৬০ টাকা, রেহা ৫০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, বেগুন ৭০ টাকা, ঢেড়শ ৬০ টাকা, করলা ৭০ টাকা।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, বাজার মনিটরিং জোরদার করা হচ্ছে। আলু সরবরাহ স্বাভাবিক রাখার জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে। বেশি দামে বিক্রি করার কোন সুযোগ নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।