সাংবাদিকের ওপর হামলা করে জাটকা ব্যাবসায়ী কারাগারে সাংবাদিকের ওপর হামলা করে জাটকা ব্যাবসায়ী কারাগারে - ajkerparibartan.com
সাংবাদিকের ওপর হামলা করে জাটকা ব্যাবসায়ী কারাগারে

4:11 pm , November 9, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় জাটকা ইলিশের পাইকার তুহিন সিকদারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার দুপুরে বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শুক্রবার রাতে তুহিনকে নগরীর বেলতলা মাহমুদিয়া মাদরাসার সামনে থেকে আটক করে কাউনিয়া থানা পুলিশ।
এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর ইলিশ শিকারের নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে তালতলি বাজার এলাকার লামছরী থেকে মা ইলিশ পাচার করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে জাতীয় দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি ঘটনাস্থলে সংবাদ সংগ্রহে যান। এসময় ক্ষিপ্ত হয়ে ওই সাংবাদিকের ওপর হামলা চালায় উত্তর আমানগঞ্জ এলাকার বাসিন্দা তুহিন সিকদার ও রাব্বি। মারধরের সাথে সাথে সাংবাদিককে ছিনতাই করা হয়।
একই সাথে সংবাদকর্মীর মোটর সাইকেল ভাঙচুর করা হয়। এ ঘটনায় গত ১৬ অক্টোবর দুপুরে কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দিলে ২০ অক্টোবর তা এজাহার হিসাবে গ্রহন করা হয়। যাহার মামলা নং জি আর ১২/২৪। এই মামলায় শুক্রবার আটকের পর আসামী তুহিনকে কারাগারে পাঠানো হয়।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার অফিসার ইনচার্জ নুরে আলম জানান সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় তুহিনকে আটক করা হয়েছে। শনিবার বিকেলে তুহিনকে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে প্রেরণ করে। তবে অপর আসামী রাব্বি পলাতক রয়েছে। স্থানীয়রা জানায়, তুহিন উত্তর আমানগঞ্জ এলাকার মৃত আলম সিকদারের ছেলে ও চিহ্নিত জাটকা ব্যাবসায়ী কালুর মেয়ে জামাই। অন্যদিকে রাব্বির বাবা উত্তর আমানগঞ্জ এলাকার বাসিন্দা হলেও পদ্মাবতী রোডের নাছির মোল্লার দোকানের কর্মচারী হিসেবে বেশ পরিচিত। এরা দুজন এলাকায় নানা অপকর্মের সাথে জড়িত। শুধু জাটকাই নয়, এরা মাদক বিক্রয়ের সাথে প্রত্যক্ষভাবে জড়িত এবং মাদক নিয়ে পূর্বে আটকও হয়েছিল।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT