1:02 pm , November 9, 2024
পরিবর্তন সম্পাদকের শোক
খবর বিজ্ঞপ্তি ॥ বরিশাল প্রেসক্লাবের সদস্য, বরিশাল প্রতিদিনের প্রধান সম্পাদক, সরকারী আব্দুর রব সেরনিয়াবাত কলেজের অধ্যক্ষ নুসরাত রশিদের মাতা এবং বরিশাল প্রতিদিনের সস্পাদক কাজী মফিজুল ইসলামের শাশুড়ি আমিনুন আরা বেগম ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মরহুমার নামাজে জানাজা গতকাল বাদ আছর মুসলিম গোরস্থান মসজিদ সংলগ্ন আঞ্জুমান-ই-হেমায়েত ইসলাম মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় দৈনিক বিপ্লাবী বাংলাদেশ পত্রিকার সম্পাদক মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার সম্পাদক কাজী মিরাজ সহ নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। পরে তাকে মুসলিম গোরস্থানে দাফর করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ১ ছেলেও ২ কন্যা রেখে গেছেন। আমিনুন আরা বেগমের মৃত্যুতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার সম্পাদক কাজী মিরাজ এছাড়াও শোক প্রকাশ করেছেন বরিশাল প্রতিদিনের প্রকাশক ডাঃ জিকে চক্রবর্তী, নির্বাহী সম্পাদক জাকিরুল মোমিন, সহকারী সম্পাদক লিয়াকত আলী জমাদ্দার, আরিফুর রহমান, প্রধান বার্তা সম্পাদক জিয়া শাহীন, বার্তা সম্পাদক বেলায়েত বাবলু, যুগ্ম বার্তা সম্পাদক দেবাশিষ চক্রবর্তীসহ সকল সাংবাদিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। একই ভাবে শোক জানিয়েছেন বেলভিউ মেডিকেল সার্ভিসেস এন্ড হাসপাতালের চেয়ারম্যান ডাঃ জি কে চক্রবর্তী, কর্মরত চিকিৎসক, পরিচালকবৃন্দসহ সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।