4:13 pm , November 7, 2024
বোরহানউদ্দিন প্রতিবেদক ॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে বুধবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মফিজ নামে এক ড্রেজার ব্যবসায়ীর কাছ থেকে এ টাকা জরিমানা করা হয়।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান উজ্জামান জানান, তেতুলিয়া নদীতে ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে আমাদের অভিযান চলমান রয়েছে।