বৈষম্যহীন সমাজ নির্মাণের লড়াই অব্যাহত রাখার আহবানে বাসদের মতবিনিময় বৈষম্যহীন সমাজ নির্মাণের লড়াই অব্যাহত রাখার আহবানে বাসদের মতবিনিময় - ajkerparibartan.com
বৈষম্যহীন সমাজ নির্মাণের লড়াই অব্যাহত রাখার আহবানে বাসদের মতবিনিময়

4:11 pm , November 7, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ গতকাল বৃহস্পতিবার বাসদের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর কীর্তনখোলা মিলনায়তনে বিকেল ৪টায় জুলাই অভ্যুত্থানের প্রত্যাশায় বৈষম্যহীন সমাজ নির্মাণের লড়াই অব্যাহত রাখার আহবানে বাসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানে সহস্রাধিক ছাত্র জনতা প্রাণ দিয়েছে। আবার এই অভ্যুত্থানকে কাজে লাগিয়ে এক ফ্যাসিবাদকে হটিয়ে আবারও শোষণমূলক স্বৈরাচারী ব্যবস্থা কায়েমের জন্য অনেকে সচেষ্ট হচ্ছেন। ২৬ সেপ্টেম্বরের এক প্রতিবেদনে দেখা যায়, তিনমাসে তিন হাজার কোটিপতি বেড়েছে। বিভিন্ন পদে দলীয় সুপারিশে পদায়ন হচ্ছে অথচ জুলাই অভ্যুত্থানে গণহত্যায় জড়িতদের বিচার হচ্ছেনা। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা পর্যাপ্ত নেয়া হচ্ছেনা অথচ সারাদেশে টার্মিনালে-ঘাটে-বাজারে-সর্বত্র দখলদারিত্ব-লুটপাটের খেলা শুরু হয়ে গেছে। জুলাই অভ্যুত্থানে নিহত দেড় সহস্রাধিক ছাত্র-শ্রমিক লুটপাটের ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য জীবন দেয়নি।
বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাজ জুলাই অভ্যুত্থানে হত্যাকান্ডের বিচার, আহতদের পুনর্বাসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনজীবনের শৃঙ্খলা প্রতিষ্ঠা। এপর্যন্ত মব ট্রায়ালে ঢাকায় ২৮ জনসহ সারাদেশে ১৫০ জন মানুষ গণপিটুনিতে নিহত হয়েছে। সিন্ডিকেট ভাঙার ব্যাপারে সরকারের এপর্যন্ত সাফল্য প্রায় শূন্যের কাছাকাছি। সরকারের এসব আশু পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে উদ্যোগ পর্যাপ্ত না, কিন্তু সংবিধান বাতিল, রাষ্ট্রপতি অপসারণসহ সরকারের বিভিন্ন মহল থেকে নানা বিভ্রান্তিকর আলোচনার মাধ্যমে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি হচ্ছে।
বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডাঃ মনীষা চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখার সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক শাহ আজিজ খোকন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা শাখার আহবায়ক শিকদার হারুন অর রশীদ মাহমুদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক সঞ্জয় কুমার সরকার, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন বরিশাল জেলা শাখার সভাপতি শেখ আবুল হাশেম, বাকবিশিস বরিশাল জেলা শাখার যুগ্ম সম্পাদক অধ্যাপক বীরেন্দ্রনাথ রায়, বিশিষ্ট আইনজীবী এডভোকেট আবু আল রায়হান, প্রাক্তন ছাত্রনেতা ও তরুন আইনজীবী এডভোকেট হাসিবুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্রজমোহন কলেজ শাখার অন্যতম সমন্বয়ক মোঃ সাব্বির হোসেন প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT