নগরীতে ৩০ টাকা কেজি দরে চাল ও ২৩ টাকায় আটা বিক্রি শুরু নগরীতে ৩০ টাকা কেজি দরে চাল ও ২৩ টাকায় আটা বিক্রি শুরু - ajkerparibartan.com
নগরীতে ৩০ টাকা কেজি দরে চাল ও ২৩ টাকায় আটা বিক্রি শুরু

4:11 pm , November 7, 2024

বিশেষ প্রতিবেদক ॥ প্রায় ১শ ডিলারের মাধ্যমে বরিশালে ৩০ টাকা কেজি দরে চাল ও ২৩টাকা দরে আটা বিক্রী কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমের আওতায় প্রতিদিন ৪০ টন করে চাল ও সমপরিমান আটা বিক্রী হচ্ছে বলে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর সূত্রে জানা গেছে।
মূল্য নিয়ন্ত্রনে রাখার অংশ হিসেবে বরিশাল সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডে ৪০ জন এবং এ অঞ্চলের সবগুলো পৌর শহরে আরো ৪৯ জন ডিলারের মাধ্যমে স্বল্পমূল্যে চাল ও আটা বিক্রীর এ কার্যক্রম চলছে বলে জানা গেছে। ইতোমধ্যে বরিশাল সিটি করপোরেশন এলাকার কিছু কিছু ডিলার চাল ও আটা বিক্রী কার্যক্রম শুরু করলেও অন্যান্য পৌর এলাকাগুলোতে তা পর্যায়ক্রমে চালু হবে। তবে সরকারের লক্ষ্য ছিল নভেম্বরের শুরু থেকেই এ কার্যক্রম চালু করার।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT