3:53 pm , November 6, 2024
আগৈলঝাড়া প্রতিবেদক ॥ বরিশালের আগৈলঝাড়ায় স্মার্টকার্ড বিতরণকালে ১৫ জন নারীর গলায় থাকা স্বর্ণালংকার চুরির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এ পর্যন্ত ১২ জন কে গ্রেপ্তার করেছে।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাগধা মাধ্যমিক বিদ্যালয়ে ৫ নভেম্বর ইউনিয়নের ১ ও ৩ নং ওয়ার্ডের চারহাজার ভোটারদের মাঝে জাতীয় পরিচয়পত্রের স্মার্টকার্ড বিতরণ করা হয়। কার্ড বিতরণের সময় নারীদের লাইনের মাঝে ব্রাক্ষ্মনবাড়িয়া জেলার নাছির নগর উপজেলার ধরমন্ডল গ্রামের একাধিক মহিলা বোরকা পরে লাইনে দাঁড়িয়ে ছিল। তারা স্থানীয় মহিলাদের কাছ থেকে বিভিন্ন কৌশলে স্বর্ণালংকার নিয়ে যায়। পরে খাজুরিয়া গ্রামের বাইজিদ তালুকদারের স্ত্রীর রুমা বেগমের গলার চেইন চুরির সময় স্থানীয়রা ধরমন্ডল গ্রামের মিশু মিয়ার স্ত্রী সুমাইয়া আক্তার (৩৫) কে আটক করে।
পরে পুলিশে সংবাদ দিলে আগৈলঝাড়া থানার উপপরিদর্শক মিল্টন মন্ডল বাগধা গিয়ে প্রথমে সুমাইয়া আক্তারকে গ্রেপ্তার করে। এরপর ধরমন্ডল গ্রামের সোহরাব আলীর স্ত্রী সেলিনা বেগম (৩৫), লিলু মিয়ার স্ত্রীর রুমা বেগম (৪৫), জহির মিয়ার স্ত্রী বানেছা বেগম (২৫), মোবারক মিয়ার স্ত্রী ইয়াসমিন আক্তার (২২), জহুর আলীর স্ত্রী সেতারা বেগম (৪৮), আলাউদ্দিন শাহ’র স্ত্রী সালমা আক্তার (৩৪), জিতু মিয়ার স্ত্রী রোকসানা বেগম (৩০), আজিজ মিয়ার স্ত্রী আজিরন বেগম (৩০), হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মোরাপুর গ্রামের সুজন মিয়ার স্ত্রী কাকলী বেগম (২৩), এলাচ মিয়ার স্ত্রী দিনা আক্তার (২২), মুজাহিদ মিয়ার স্ত্রী রাফিয়া বেগম (৩০) কে গ্রেপ্তার করা হয়। গত ৫ নভেম্বর রাতে বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের বাইজিদ তালুকদারের স্ত্রী রুমা বেগম বাদী হয়ে আগৈলঝাড়া থানায় চুরির মামলা দায়ের করেন।
এ ব্যাপারে বাগধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি বলেন, বাগধা ইউনিয়নের ১ ও ৩ নং ওয়ার্ডের স্মার্টকার্ড বিতরণ করার সময় একাধিক মহিলার গলার চেইন চুরি হয়ে যায়। এ ঘটনায় আমি থানায় জানালে ১২ জনকে আটক করা হয়।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, মহিলাদের চেইন চুরির ঘটনায় ১২জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।