কারাগারে বসে মেয়ের লেখাপড়ার জন্য মায়ের আকুতি ॥ সাড়া দিলেন ডিসি কারাগারে বসে মেয়ের লেখাপড়ার জন্য মায়ের আকুতি ॥ সাড়া দিলেন ডিসি - ajkerparibartan.com
কারাগারে বসে মেয়ের লেখাপড়ার জন্য মায়ের আকুতি ॥ সাড়া দিলেন ডিসি

3:52 pm , November 6, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলার নারী আসামীর আকুতি শুনে তার মেয়ের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার সপ্তম শ্রেণিতে পড়–য়া মেয়ের স্কুলের সকল বেতনাদি পরিশোধ করা হয়। বরিশাল সমাজ সেবা অধিদপ্তরের সহকারি পরিচালক সাজ্জাদ পারভেজ বলেন, সম্প্রতি জেলা প্রশাসক বরিশাল কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে যান। এ সময় কারাগারে নারী সেলে থাকা কনা বেগম জেলা প্রশাসককে অবহিত করেন তার মেয়ে খালার কাছে থেকে লেখাপড়া করছে। তার স্বামী অন্যত্র বিয়ে করে ঢাকায় বসবাস করায় তাদের কোন খোঁজখবর নেন না। এখন টাকার অভাবে মেয়েটির লেখাপড়া চলছে না। জেলা প্রশাসক মেয়েটির খোঁজখবরের দায়িত্ব দেন সাজ্জাদ পারভেজের উপর। গতকাল সাজ্জাদ পারভেজ ছুটে যান কনার মেয়ের স্কুল নগরীর সরস্বতি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এবং তাদের বাসা নগরীর কাটপট্টি এলাকায়। স্কুলে গিয়ে জানতে পারেন কনার মেয়ে মিথিলা সপ্তম শ্রেণির ছাত্রী। কিন্তু বেতন না দেয়ায় স্কুলের পড়ালেখায় সমস্যা হচ্ছে। তার বকেয়া বেতন হয়েছে ৯ হাজার টাকা। পরবর্তীতে স্কুলের প্রধান শিক্ষকের সাথে আলাপ করে তা কমিয়ে ৫ হাজার টাকা করা হয়। বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হয়। জেলা প্রশাসক সমাজসেবা অধিদপ্তরের অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির পক্ষ থেকে মিথিলার পড়াশুনার জন্য ৫ হাজার টাকা তুলে দেন। ওই টাকা স্কুলের বেতন বাবদ পরিশোধ করা হয়। সাজ্জাদ পারভেজ বলেন, মিথিলার পড়ালেখার জন্য প্রয়োজনে সমাজসেবা ও জেলা প্রশাসনের পক্ষ আরো সহায়তা দেয়া হবে। কোনভাবেই যেন মিথিলার পড়া থেমে না যায় সে বিষয়টির প্রতি নজর রাখার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। মিথিলা পঞ্চম শ্রেণিতে টেলেন্টপুরে বৃত্তি পেয়েছিল।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT