3:47 pm , November 6, 2024
আগৈলঝাড়া প্রতিবেদক ॥ বরিশালের আগৈলঝাড়ায় পারিবারিক কলহের জেরে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠি গ্রামের প্রবাসী জালাল মোল্লার মেয়ে মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী শুকতারা আক্তার বুধবার দুপুরে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. অলিউল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য শুকতারা আক্তারের লাশ বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।