কাউখালীতে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার কাউখালীতে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার - ajkerparibartan.com
কাউখালীতে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

3:38 pm , November 5, 2024

কাউখালী প্রতিবেদক ॥ নাশকতার মামলায় কাউখালী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ এইচ এম মনিরুজ্জামান খোকাকে (৫৯) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ৪ নভেম্বর দিবাগত রাতে কাউখালী থানার এসআই মোঃ রাশেদুল ইসলাম অভিযান চালিয়ে  চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের সুবিদপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।  কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ সোলায়মান জানান, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান বিএনপি কর্তৃক দায়ের করা মামলার আসামী। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT