3:38 pm , November 5, 2024
কাউখালী প্রতিবেদক ॥ নাশকতার মামলায় কাউখালী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ এইচ এম মনিরুজ্জামান খোকাকে (৫৯) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ৪ নভেম্বর দিবাগত রাতে কাউখালী থানার এসআই মোঃ রাশেদুল ইসলাম অভিযান চালিয়ে চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের সুবিদপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ সোলায়মান জানান, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান বিএনপি কর্তৃক দায়ের করা মামলার আসামী। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।