3:37 pm , November 5, 2024
চরফ্যাসন প্রতিবেদক ॥ ভোলার চরফ্যাসনে পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে এওয়াজপুর ইউনিয়নের পশ্চিম এওয়াজপুর গ্রামে ও শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন : শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের নসু মিলিটারীর ছেলে মোশারেফ হোসেন লিটন (৩৫)। তিনি পেশায় একজন দলিল লেখক ছিলেন। অপর নিহত শিশু হলো : হাজারীগঞ্জ ইউনিয়নের চর ফকিরা গ্রামের রফিজল মাঝির ছেলে মো. শিহাব (১৩)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানান যায়, নিহত মোশারেফ হোসেন লিটন বিকালে ঝড় বৃষ্টিসহ বজ্রপাতের সময় নিজ বসতবাড়িতে বাবা-ছেলে মিলে নিজেরদের পালিত গরুকে ঘাস খাওয়াচ্ছিলেন। হঠাৎ বজ্রপাতে তিনি জ্ঞান হারান। পরে তার সঙ্গে থাকা বাবা নসু তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা হন। কিন্তু পথিমধ্যে লিটনের মৃত্যু হয়।
অপরদিকে চর ফকিরা গ্রামের মাঈনউদ্দিন মৎস্যঘাটে ঝড় বৃষ্টির সময় ১৩ বছর বয়সী শিশু শিহাব খোলা নৌকার ছাউনিতে আশ্রয় নেয়। এসময় সে বজ্রপাতে গুরুতর আহত হয়। উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নেওয়ার পথে মারা যায় শিশু শিহাব।
শশীভূষণ থানার ওসি তারিক হাসান রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।