বাসচাপায় বিএম কলেজছাত্র নিহত ॥ চালককে গ্রেপ্তারের দাবীতে মুলাদীতে মানববন্ধন বাসচাপায় বিএম কলেজছাত্র নিহত ॥ চালককে গ্রেপ্তারের দাবীতে মুলাদীতে মানববন্ধন - ajkerparibartan.com
বাসচাপায় বিএম কলেজছাত্র নিহত ॥ চালককে গ্রেপ্তারের দাবীতে মুলাদীতে মানববন্ধন

3:36 pm , November 5, 2024

মুলাদী প্রতিবেদক ॥ বাসচাপায় সহপাঠিকে হত্যার প্রতিবাদ এবং ঘাতক চালককে  গ্রেপ্তারের দাবিতে মুলাদীতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে মুলাদী সরকারি কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত ১৬ অক্টোবর বেলা সোয়া ৩টার দিকে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় সরকারি বিএম কলেজের স্নাতক সম্মান প্রথমবর্ষের ছাত্র মো. শাহাদাত হোসেনকে বাসচাপা দেয় ইলিশ পরিবহন। শাহাদাত মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের দেলোয়ার হোসেন দুলাল বেপারীর ছেলে।
নিহতের বড়ভাই সোলায়মান বেপারী বলেন, ১৬ অক্টোবর বিকেলে দ্রুতগতির ইলিশ পরিবহন যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে তার ভাই শাহাদাতকে চাপা দেয়। স্থানীয়রা শাহাদাতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় যাত্রাবাড়ি থানা পুলিশ বাসটি আটক করলেও ঘাতক চালককে গ্রেপ্তার করা হয়নি।
বাসচালককে দ্রুত গ্রেপ্তার এবং নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। এসময় উপস্থিত ছিলেন, মুলাদী সরকারি কলেজের শিক্ষক মো. ইকবাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়বক রোকন মোল্লা, সদস্য সচিব আবু জাহিদ মোল্লা, মির্জা নোমান, মুলাদী সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক ইলিয়াস খান প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT