চরফ্যাসনে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু চরফ্যাসনে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু - ajkerparibartan.com
চরফ্যাসনে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু

3:35 pm , November 5, 2024

চরফ্যাসন প্রতিবেদক ॥ ভোলার চরফ্যাসনে পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুসহ এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন: ওসমানগঞ্জ ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের কামাল উদ্দিনের মেয়ে তাছফিয়া(২), রসুলপুর ইউনিয়নের শহীদ আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক(৩) এবং আমানিবাদ ইউনিয়নের ফরিদাবাদ গ্রামের মৃত মতলেব মিয়ার ছেলে সিদ্দিক (৭০)। তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন।
পুলিশ ও স্বজনরা জানান, শিশু তাছফিয়ার মা একজন গার্মেন্টস শ্রমিক। বাবা-মা দুই জনই ঢাকাতে থাকেন। মা চাকরি করার কারণে মেয়েকে বাবার বাড়িতে মায়ের কাছে রেখে যান। দুপুরে শিশুর  নানী খাদিজা বেগম ঘরের রান্নার কাজে ব্যস্ত ছিলেন। শিশু তাছফিয়া উঠানে খেলাধুলা করছিলো। খেলার ছলে বসতঘরের পাশের পুকুরে পড়ে যায়। শিশুর নানী তাকে অনেকক্ষন দেখতে না পেয়ে খুঁজতে গিয়ে পুকুরে ভাসমান অবস্থায় দেখে চিৎকার দিলে পরিবারের অপর সদস্যরা তাকে পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। নিহত তাছফিয়া ওই গ্রামের মো. নয়ন-সুমা দম্পত্তির একমাত্র সন্তান।
অপর দিকে রসুলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শহীদ আলীর আড়াই বছর বয়সী শিশু পুত্র আবু বক্কর সিদ্দিক পুকুর পাড়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। বিষয়টি স্বজনরা দেখে তৎক্ষনিক তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
এছাড়াও আমিনাবাদ ইউনিয়নের ফরিদাবাদ গ্রামের বৃদ্ধ মো. সিদ্দিক একজন মৃগী রোগী ছিলেন। সকালে ফজরের নামাজের জন্য ওজু করতে গিয়ে পানিতে পড়ে যান। উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।
শশীভূষণ থানার ওসি তারিক হাসান রাসেল ও চরফ্যাসন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার বলেন, নিহতদের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহগুলো দাফন করার জন্য অনুমতি দেয়া হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT