এইচপিভি টিকা নেওয়ার পর বাকেরগঞ্জে ৭ শিক্ষার্থী অসুস্থ এইচপিভি টিকা নেওয়ার পর বাকেরগঞ্জে ৭ শিক্ষার্থী অসুস্থ - ajkerparibartan.com
এইচপিভি টিকা নেওয়ার পর বাকেরগঞ্জে ৭ শিক্ষার্থী অসুস্থ

3:33 pm , November 5, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বাকেরগঞ্জে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে কিশোরীদের হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা দেওয়ার পরে ৭ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে গুরুতর ৩ জনকে শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর চিকিৎসকরা। এরা বর্তমানে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের ছোট রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ্য হয়ে পড়া শিক্ষার্থীরা হলেন : নবম শ্রেণির শিক্ষার্থী হামিদা, মাইশা, ফাতেমা, মিম,লামিয়া, মিম, লিমা। তারা টিকা দেওয়ার পরপরই বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করে অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়ার জন্য ভর্তি করানো হয়। অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই  বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক হাওলাদার বলেন, বেলা ১১টার দিকে টিকাদান কার্যক্রম শুরু হয়। দুপুর ১টার দিকে হঠাৎ কয়েকজন শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে।পরে তাদের দেখাদেখি আরও কিছু শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে। অনেক শিক্ষার্থী সকালে খুব অল্প পরিমাণে নাস্তা করে খালি পেটে ছিল সে কারণেও তারা টিকা দেয়ার পর অসুস্থ হতে পারে। আমি তাৎক্ষণিক তাদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। বরিশাল জেলা সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান বলেন, টিকা কার্যক্রম শুরুর পর থেকে বিভিন্ন স্থান থেকে অসুস্থ হবার খবর পাচ্ছি। আসলে বাস্তবতা হচ্ছে টিকা নেওয়ার পর অসুস্থ হওয়ার কোন কারন নেই। আমি প্রত্যক্ষ করে দেখেছি অসুস্থ হওয়ার মূল কারন হচ্ছে সকালে অনেক শিক্ষার্থী না খেয়ে এসে খালি পেটে টিকা গ্রহণ করে এবং অপর একটি কারন হচ্ছে সাইক্লোজিক্যাল। তারা টিকা নিতে মনে ভয় পুষে রাখে। এ ছাড়া আর কোন কারন নেই। এখন পর্যন্ত যারা অস্স্থু হয়েছে তারা ২৪ ঘন্টার মধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরেছে। সুতরাং ভয়ের কোন কারন নেই।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT