3:27 pm , November 4, 2024
চরফ্যাশন প্রতিবেদক ॥ ভোলার চরফ্যাশনে নিজ বাড়ির বাগানে গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে ইয়াকুব সরদার(৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এঘটনা ঘটে। নিহত ইয়াকুব ওই গ্রামের মো. জালাল আহম্মেদ সরদারের ছেলে।
নিহতের ভাতিজা নাজিম উদ্দিন জানান, তার চাচা ইয়াকুব সকালে নিজ বসত বাড়ির বাগানের একটি রেইন্ট্রি গাছ কাটতে যান। গাছটি কাটার শেষ পর্যায় এর নিচে চাপা পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শশীভূষণ থানার ওসি তারিক হাসান রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।