3:19 pm , November 4, 2024
চরফ্যাশন প্রতিবেদক ॥ ভোলার চরফ্যাশনে খাবারে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে একই পরিবারের তিন সদস্যকে অজ্ঞান করে দুর্ধর্ষ চুরি হয়েছে। রোববার রাতে চরফ্যাসন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মৃত সাবের আহম্মেদ মাষ্টারের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।এ সময় চোরচক্র ঘরের আলমিরা,সুকেস ভেঙ্গে ১৪ ভরি সোনা ও নগদ ২ লাখ ৫০হাজার টাকাসহ প্রয়োজনীয় মালামাল লুটে নেয়। সকালে প্রতিবেশীরা ওই বাড়িতে গিয়ে বাইরে কাপড় চোপড় পড়ে থাকতে দেখেন। এরপর সন্দেহ হলে ঘরের ভেতরে ঢুকে দেখতে পান পরিবারের সদস্য মো. সবুজ(৩৫) তার স্ত্রী ফারজানা বেগম(২৩) এবং বৃদ্ধ মা মাকসুদা বেগম অচেতন অবস্থায় পড়ে আছেন।
গৃহ মালিক সবুজ জানান, রাতে মা ও স্ত্রীকে নিয়ে রাতে খাবার থেয়ে প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়েন। চোরচক্র তাদের খাবারে চেতনানাশক ওষুধ সবকিছু লুটে নেয়। ধারণা করা হচ্ছে সন্ধ্যার আগে ঘরের দরজা খোলা পেয়ে ওই চোর চক্রের সদস্যরা ঘরে ঢুকে পালিয়ে ছিলো। এবং সুযোগ বুঝে খাবারে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে তাদের অজ্ঞান করে ঘরের মালামাল লুট করেছে। এতে তার প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির রহস্য উদঘাটনে চেষ্টা চলছে।