সরকারি বিএম কলেজকে স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠার দাবিতে শিক্ষার্থীদের সমাবেশ সরকারি বিএম কলেজকে স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠার দাবিতে শিক্ষার্থীদের সমাবেশ - ajkerparibartan.com
সরকারি বিএম কলেজকে স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠার দাবিতে শিক্ষার্থীদের সমাবেশ

3:18 pm , November 4, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের সরকারি বিএম (ব্রজমোহন) কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে সরিয়ে স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠার দাবিতে সমাবেশ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গতকাল সোমবার বেলা ১২ টার দিকে কলেজ ক্যাম্পাসের জিরো পয়েন্ট এলাকায় কলা ভবনের সামনে এ কর্মসূচি পালন করে ৩০-৪০ জন শিক্ষার্থী।এ সময় তারা সেশনজট নিরসন ও উত্তরপত্রের অবমূল্যায়ন রোধেও শিক্ষা মন্ত্রণালয়কে পদক্ষেপ নেবার দাবি তোলেন। অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. শাহাবুদ্দিন মিয়ার সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন, বিএম কলেজ এ অঞ্চলের সর্বপ্রাচীন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এ কলেজের ইতিহাস – ঐতিহ্য এবং শিক্ষার্থী সংখ্যার অনুপাত বিবেচনায় এটিকেই বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করা উচিত ছিল।এ সময় বক্তারা আরো বলেন, বিগত দিনে না হলেও এখন আমরা বিএম কলেজকে স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই। একই সাথে কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের সেশনজন ও পরীক্ষার খাতা অবমূল্যায়ন নিরসনে সরকারের প্রতি জোর দাবি জানাই।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT