লালমোহনে পোকা দমনের ট্যাবলেট খেয়ে গৃহবধূর আত্মহত্যা লালমোহনে পোকা দমনের ট্যাবলেট খেয়ে গৃহবধূর আত্মহত্যা - ajkerparibartan.com
লালমোহনে পোকা দমনের ট্যাবলেট খেয়ে গৃহবধূর আত্মহত্যা

4:10 pm , November 3, 2024

লালমোহন প্রতিবেদক ॥ ভোলার লালমোহন উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে অভিমান করে চালের পোকা দমনের (গ্যাস) ট্যাবলেট খেয়ে সালমা বেগম নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে শনিবার বিকেলে আত্মহত্যার লক্ষ্যে ঘরে থাকা পোকা দমনের ট্যাবলেট খেয়ে অসুস্থ্য হয়ে পড়েন গৃহবধূ সালমা বেগম। তিনি উপজেলার বদরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাজিরাবাদ এলাকার আকতার হোসেনের স্ত্রী।
ওই গৃহবধূর পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে সালমা বেগমের সঙ্গে তার স্বামী আকতার হোসেনের ঝগড়া হয়। যার কারণে অভিমান করে ঘরে থাকা চালের পোকা দমনের (গ্যাস) ট্যাবলেট খেয়ে নেন তিনি। এরপর তিনি বমি শুরু করলে তার ছেলে-মেয়ে এবং স্বামী মিলে তাকে সন্ধ্যার পর লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে মারা যান গৃহবধূ সালমা বেগম।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ওই গৃহবধূর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT