4:09 pm , November 3, 2024
স্বরূপকাঠি প্রতিবেদক ॥ স্বরূপকাঠিতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উমা রাণী ঘোষ (৩২) এবং তার ছেলে প্রশান্ত দাস কে মা হাতুড়িপেটা করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় উপজেলার কৌড়িখাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে উমা রাণীর অবস্থা গুরুতর। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক লিমা আক্তার বলেন, উমার অবস্থা অনেকটা গুরুতর। মাথায় বেশ আঘাত দেখা যাচ্ছে।
উমার ভাই সত্যজিৎ ঘোষের বলেন, প্রতিবেশি ইমরান,হালিম,লোকমান ও আরিফ গংদের সাথে একটি জমি নিয়ে বিরোধ রয়েছে। আমাদের পঞ্চাশ বছরের একটি ভোগ দখলীয় জমি দখলে নেয়ার জন্য কয়েক বছর ধরে পায়তারা চালাচ্ছিল। বিগত দিনে সে সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হকের প্রভাব দেখিয়ে আমাদের অনেক হয়রানি করেছে। ঘটনার দিন শনিবার সন্ধ্যার পরে ইমরান আমাদের জমিতে বেড়া দিয়ে বালু ফেলানোর চেষ্টা চালায়। এসময় আমার বোন উমা বাধা দিতে গেলে তারা বেধরক মারধর করে পুকুরে ফেলে দিয়ে পানিতে চুবিয়ে ধরে। বোন ডাকচিৎকার দিলে ইমরান হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। এসময় তার ছেলে এগিয়ে এসে মাকে রক্ষা করার চেষ্টা করলে ছেলেকে মারধর করে। পরে আমার ভাইয়ের বউ শিবানি এগিয়ে এলে তাকেও তারা মারধর করে।
উমার ছেলে প্রশান্ত ঘোষ বলেন, প্রতিপক্ষরা আমাদের জমি দখল নিতে আসে। এসময় কেউ বাড়ীতে ছিলনা। মা বিষয়টি দেখে বাধা দিতে গেলে তারা আমার মাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে।
অভিযোগের বিষয় জানতে চাইলে ইমরান বলেন, ২০ বছর ধরে ওই জায়গা আমাদের দখলে ছিল। শনিবার সন্ধ্যার পরে আমরা আমাদের জায়গায় বালু ফেলার জন্য বেড়া দিচ্ছিলাম। এ সময় উমা রাণী ও তার ছেলে এসে আমাদের উপর চড়াও হয়। আমার হাতে থাকা হাতুড়ি হয়তো উমার মাথায় লাগতে পারে।
নেছারাবাদ থানার ওসি বনি আমীন বলেন, ঘটনা শুনেছি। খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়েছিলাম। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।