বরিশালে ৬ দফা দাবীতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ফার্মেসী শিক্ষার্থীদের সড়ক অবরোধ বরিশালে ৬ দফা দাবীতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ফার্মেসী শিক্ষার্থীদের সড়ক অবরোধ - ajkerparibartan.com
বরিশালে ৬ দফা দাবীতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ফার্মেসী শিক্ষার্থীদের সড়ক অবরোধ

4:08 pm , November 3, 2024

বিশেষ প্রতিবেদক ॥ স্বতন্ত্র পরিদপ্তর গঠন ও ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড (২য় শ্রেণির গেজেটেড) পদমর্যাদা প্রদানসহ ৬ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বরিশালের মেডিকেল টেকনোলজিষ্ট ও ফার্মেসির শিক্ষার্থীরা। তাদের দাবী বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী একজন চিকিৎসকের বিপরীতে ৫ জন মেডিকেল টেকনোলজিষ্ট নিয়োগের বিধান রয়েছে। এ হিসেবে প্রয়োজনীয় মেডিকেল টেকনোলজিষ্টদের নিয়োগের দাবি জানান তারা।
রোববার বেলা ১১ টা থেকে কেন্দ্রীয় কর্মসূচির ধারাবাহিকতায় বরিশালের বাধরোড চাঁদমারি মোড়ে সড়কে বসে পড়ে ১ ঘন্টার এই অবরোধ কর্মসূচি পালন করেন বৈষম্য বিরোধী আইএইচটি শিক্ষার্থীরা। তারা জানান, দাবি বাস্তবায়নের লক্ষ্যে ইতিপূর্বে তারা নিজেদের ক্যাম্পাসের ভেতর আন্দোলন করে আসছিলেন। গত ২২  অক্টোবর তারা স্বাস্থ্য অধিদপ্তরকে আগামী ৭ দিনের মধ্যে একটি স্টিয়ারিং কমিটি গঠনের আহ্বান জানিয়ে মহাপরিচালক বরাবর স্মারকলিপি দিয়েছে। বরিশালে জেলা প্রশাসক ও স্বাস্থ্য বিভাগের পরিচালক বরাবরও এই স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। গঠিত কমিটিতে ছাত্র ও পেশাজীবি পরিষদের প্রতিনিধি রেখে অতিদ্রুত এসব সমস্যা সমাধানের জন্য অনুরোধ জানানো হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ এ নিয়ে সময় ক্ষেপন করায় গত ৩১ অক্টোবর থেকে পুনরায় আন্দোলন করে আসছে এবং  ৩ নভেম্বর রোববার তারা সড়কে এসে দাঁড়াতে বাধ্য হয়েছে বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ ১৪ বছরেরও বেশি সময় ধরে প্রশাসনিক জটিলতায় মেডিকেল টেকনোলজিষ্টদের নিয়োগ কার্যক্রম বন্ধ রয়েছে। এতে এখন সরকারি চাকরিতে কর্মরত মেডিকেল টেকনোলজিষ্টদের সংখ্যা এসে দাঁড়িয়েছে মাত্র ৪১০৬ জনে এবং মোট পদের সংখ্যা ৫৯৭৫টি যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
বক্তারা বলেন, মেডিকেল টেকনোলজিষ্টদের পেশাগত উন্নয়ন, বদলি, পদোন্নতি, উচ্চ শিক্ষা, প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি ও সমন্বয়ের জন্য কোনো স্বতন্ত্র উইং কিংবা অধিদপ্তর নেই। ইনস্টিটিউটগুলোয় পর্যাপ্ত শিক্ষক নেই। গত ২০ বছর ধরে গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিষ্টদের পদ তৈরি হয়নি।
এসময় তারা ৬ দফা দাবি তুলে ধরেন। দাবীগুলো হলো : মেডিকেল টেকনোলজিষ্ট ও ফার্মাসিস্টদের পেশাগত দক্ষতা উন্নয়ন, মান নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা প্রতিষ্ঠায় একটি স্বতন্ত্র ‘মেডিকেল টেকনোলষ্টি ও ফার্মেসি পরিদপ্তর’ গঠন। ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড (২য় শ্রেণির গেজেটেড) পদমর্যাদা প্রদান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী আনুপাতিক হারে পদ সৃজন করে দ্রুত নিয়োগ ও অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিতকৃত নিয়োগ প্রক্রিয়া চালু। গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিষ্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদ সৃষ্টি ও চলমান পদোন্নতি চালু এবং ঢাকা আইএইচটি-কে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর। শিক্ষকদের স্বতন্ত্র ক্যারিয়ার প্ল্যান গঠন করে বিদ্যমান নিয়োগ বিধি ও অসংগতিপূর্ণ গ্রেড সংশোধন। মেডিকেল টেকনোলজিষ্ট কাউন্সিল ও ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন। বি-ফার্মসহ সকল অনুষদের বিএসসি ও এমএসসি কোর্স, স্কলারশিপ ও প্রশিক্ষণ ভাতা চালু।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT