বাকেরগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ বাকেরগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ - ajkerparibartan.com
বাকেরগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

4:07 pm , November 3, 2024

আজকের পরিবর্তনে সংবাদ প্রকাশের পর

বাকেরগঞ্জ প্রতিবেদক ॥ গত ১৬ সেপ্টেম্বর আজকের পরিবর্তন পত্রিকায় সংবাদ প্রকাশের পর বাকেরগঞ্জে  অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল রোববার উপজেলা প্রশাসনের উদ্যোগে সড়ক ও জনপথ এবং পানি উন্নয়ন বোর্ডের জায়গায় গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।  উচ্ছেদ অভিযান পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম ইশমাম। এ সময় বাকেরগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে ভিআইপি কলোনি পর্যন্ত শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।
বরিশাল সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী মোঃ নাজমুল ইসলাম বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত রাস্তার দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) কে এম ইশমাম বলেন  ‘সড়ক বিভাগের চাহিদার পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। সরকারি কলেজের সামনে অবৈধ স্থাপনা থাকার কারণে বিভিন্ন লোকজনের যাতায়াতে সমস্যা এমনকি  ইভটিজিং এর মত ঘটনাও ঘটেছে। কোন রাজনৈতিক চাপে এই অভিযান ব্যাহত হবে না। পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনাই উচ্ছেদ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমান বলেন, সড়ক বিভাগের অধিগ্রহণ করা জায়গায় অবৈধ স্থাপনা করে ব্যবসা পরিচালনা করে আসছিল কতিপয় লোকজন। এতে শহরে যানজট লেগেই থাকতো। এর ফলে ভোগান্তিতে পড়তে হতো সাধারণ মানুষকে। পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ, আনসার সদস্য ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT