ঝালকাঠিতে মা ইলিশ রক্ষা করতে গিয়ে ৪ জন হামলার শিকার ঝালকাঠিতে মা ইলিশ রক্ষা করতে গিয়ে ৪ জন হামলার শিকার - ajkerparibartan.com
ঝালকাঠিতে মা ইলিশ রক্ষা করতে গিয়ে ৪ জন হামলার শিকার

4:06 pm , November 3, 2024

ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠির পোনাবালিয়ায় মা ইলিশ রক্ষা করতে গিয়ে জেলে সমিতির সভাপতি সহ ৪ জন হামলার শিকার হয়েছেন । এ ঘটনায় গত ১ নভেম্বর ঝালকাঠি সদর থানায় লিখিত অভিযোগ করেছেন সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের আতাকাঠি গ্রামের বেল্লাল হোসেন কাজির ছেলে মোঃ রাকিব কাজি। বিবাদীরা হলেন : ওই এলাকার মোঃ সোহাগ মৃধা, বেনি ফকির, তকদির হোসেন, রাব্বি গাজী, ওরম ফারুক,  লোকমান ফকির, ও দেউলী গ্রামের শাহিন ফরাজী।
অভিযোগ উল্লেখ করা হয়, ৩১ অক্টোবর সন্ধ্যায় বিবাদীরা নদীতে জাল ফেলেন।  তখন বিবাদীদের নদীতে জাল দিয়ে মাছ ধরতে বাধা দিলে জেলে সমিতির ৬ নং ওয়ার্ডের সভাপতি আলকাস এর উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তাকে হামলা থেকে রক্ষা করতে এসে ডালিম বেপারী,  রাব্বি ও রাকিব মারধরের শিকার হয়
ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT