মঙ্গলবার বরিশালে যোগদান করবেন নবনিযুক্ত বিভাগীয় কমিশনার মঙ্গলবার বরিশালে যোগদান করবেন নবনিযুক্ত বিভাগীয় কমিশনার - ajkerparibartan.com
মঙ্গলবার বরিশালে যোগদান করবেন নবনিযুক্ত বিভাগীয় কমিশনার

4:05 pm , November 3, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ আজ বরিশালে আসছেন নবনিযুক্ত বরিশাল বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক মোঃ রায়হান কাওছার। তবে দায়িত্ব গ্রহণ করবেন আগামী মঙ্গলবার। রোববার বিকেলে আজকের পরিবর্তনকে এ কথা জানিয়েছেন তিনি। তিনি বলেন, সোমবারই আমি বরিশালে আসছি। তবে দায়িত্ব গ্রহণ করবো মঙ্গলবার। দায়িত্ব গ্রহণের পরপরই প্রশাসন-সাংবাদিকসহ বিভিন্ন স্তরের মানুষের সাথে আলোচনা করবেন তিনি।
প্রসঙ্গত গত ৩০ অক্টোবর ঢাকা হোটেল ইন্টারন্যাশনাল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ রায়হান কাওছারকে বরিশালের বিভাগীয় কমিশনার এবং সাবেক বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলীকে পাটকল করপোরেশনের চেয়ারম্যান হিসাবে বদলী করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT