4:03 pm , November 3, 2024
পরিবর্তন ডেস্ক ॥ নিষিদ্ধ পলিথিন বা পলিপ্রপাইলিন শপিং ব্যাগের বিরুদ্ধে বরিশালে অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন।রোববার (০৩ নভেম্বর) দুপুরে বরিশাল নগরীর নতুন বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক। এসময় মাছ বাজার, সবজি বাজার সহ অন্যান্য দোকানগুলোতে যে পলিথিন বা পলিপ্রপাইলিন শপিং ব্যাগ আছে কিনা তা দেখেন তারা। একই সাথে ব্যবসায়ীদের সতর্কও করা হয়।জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, নিষিদ্ধ পলিথিন বা পলিপ্রপাইলিন শপিং ব্যাগ উৎপাদন, বিপণন ও ব্যবহার বন্ধে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। যদি কেউ পলিথিন ব্যবহার করে তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। আগামীতেও এই অভিযান চলমান থাকবে বলেও জানায় তিনি।অভিযানে তিনি পরিবেশ রক্ষায় সকল ধরনের পলিথিন ব্যবহার বন্ধে সকলের সহযোগিতা কামনা করেন।অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং, সহকারী কমিশনার মোঃ শহীদ উল্লাহ, মোহাম্মদ লুৎফর রহমান, মো: রবিউল হাসান ভূঁইয়াসহ পরিবেশ অধিদপ্তর বরিশালের কর্মকর্তাবৃন্দ।উল্লেখ্য কাঁচাবাজারে গত ১ নভেম্বর থেকে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়। সরকারের এই নির্দেশ যাঁরা অমান্য করবেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে জেলা প্রশাসনের উদ্যোগে মনিটরিং কার্যক্রম অব্যাহত আছে। পাশাপাশি পলিথিন উৎপাদনকারী ও বিক্রয়কারীর বিরুদ্ধে অভিযান চালানো হবে। এর আগে গত ১ অক্টোবর থেকে সুপারশপে পলিথিন বা পলিপ্রপিলিনের ব্যাগ নিষিদ্ধ করা হয়।