কাউখালীতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কাউখালীতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা - ajkerparibartan.com
কাউখালীতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

4:08 pm , November 2, 2024

কাউখালী প্রতিবেদক ॥ কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে। শনিবার দুপুরে পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সঙ্গে ছিলেন কাউখালী উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর এস এম ইলিয়াস উদ্দিন সহ পুলিশের একটি টিম। সহকারী পরিচালক দেবাশীষ রায় জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও বিক্রির অভিযোগে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের হাওলাদার হাটের ইভা মেডিকেল হলের মালিক জাহাঙ্গীর হোসেনকে ৫ হাজার টাকা ও একই অভিযোগে শান্তনা মেডিকেল হলের মালিক মাসুদ করিম কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT