4:05 pm , November 2, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ বানারীপাড়ায় ইলুহার ইউনিয়ন বিএনপির সভাপতি সহ চারজনের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলচেষ্টা ও হত্যার হুমকিতে মামলা দায়ের করা হয়েছে।
উপজেলার ইলুহার ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মৃত আজহার আলী খানের ছেলে মোঃ উজ্জল খান বাদী হয়ে ৩০ অক্টোবর বুধবার বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দন্ডবিধি আইনের ৪৪৭/৩২৩/৩০৭/৩৮৫/৩৮৬/৩৮৭/ ৩৭৯/৩৫৪/৫০৬(২) ধারায় মামলা দায়ের করেছেন। মামলার সুত্রে জানা গেছে, মামলার বাদী উজ্জল খান ৩০ বছর যাবত কুমিল্লায় কাঠের ব্যবসা করে আসছিল এবং পরিবার নিয়ে সেখানেই বসবাস করতেন। সম্প্রতি তিনি নিজ এলাকায় এসে পৈর্তৃক ভিটায় বসবাসের জন্য ঘর তোলা শুরু করলে ২৫ অক্টোবর ইলুহার ইউনিয়ন বিএনপির সভাপতি মো: শাকিল ও তার প্রধান ৩ সহযোগী ইলুহার ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক মেহেদী হাসান মিরাজ, মনিরুল ইসলাম মনির ও সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিঠু উজ্জল খানকে বাধা দেয়। এ সময় তারা উজ্জলের কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা না দিলে তাকে জীবননাশের হুমকি দেয়। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মেরে লাশ গুম করার হুমকি ও দেয়। বিষয়টি উজ্জ্বল খান স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কে জানালে আসামিরা তার পরিবারের উপর তাদের বড় ধরনের ক্ষতিসাধনের সুযোগ খুঁজতে থাকে।২৫ অক্টোবর আনুমানিক রাত ১০ টার দিকে তার ভাড়াটিয়ার বসবাসরত বাসার সামনে এসে নাম ধরে ডাকাডাকি করে এবং উজ্জ্বল খানকে না পেয়ে তার স্ত্রীর কাছে চাঁদার দাবিতে হুমকি ধামকি দেয়।তার স্ত্রী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামীরা উজ্জ্বল খানের সদস্যদের উপর চড়াও হয়ে গালিগালাজ শুরু করে এবং তার স্ত্রীকে শ্লীলতাহানি করে। এ সময় আসামীরা তাদের উপর হামলা করে ভিডিও ধারণ করতে থাকে এবং ধারনকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ও ভয়ভিতি দেখায়। হামলার সময় আসামীরা উজ্জ্বল খানের বাসা থেকে নগদ ৮ হাজার টাকা, স্ত্রীর গলায় থাকা স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নিয়ে যায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৪০ হাজার টাকা। মামলায় তিনি আরো জানান, আসামীদের হুমকির ভয়ে বিষয়টি ওই সময় তিনি থানা পুলিশকে জানাতে পারেনি। ঘটনার তিনদিন পরে এ বিষয়ে তিনি থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ নিয়ে গেলে থানা পুলিশ অজ্ঞাত কারণবশত বরিশাল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করার পরামর্শ দেন। পরে ৩০ অক্টোবর উজ্জ্বল খান বরিশাল বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে ইলুহার ইউনিয়ন বিএনপির সভাপতি শাকিল আহম্মেদ, ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক মেহেদী হাসান মিরাজ, মনিরুল ইসলাম মনির ও সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিঠুকে আসামী করে মামলা দায়ের করেন। এ ব্যাপারে মামলার বাদী উজ্জল খান জানান, তিনি ও তার পরিবারের জীবন রক্ষার্থে আদালতের শরণাপন্ন হয়েছেন। তিনি আদালতের কাছে ন্যায় বিচার পাবেন বলে আশা ব্যাক্ত করেন।