শিশু নুসরাতের পাশে বিএমপি কমিশনার শিশু নুসরাতের পাশে বিএমপি কমিশনার - ajkerparibartan.com
শিশু নুসরাতের পাশে বিএমপি কমিশনার

4:03 pm , November 2, 2024

আজকের পরিবর্তনে সংবাদ প্রকাশের পর
বিশেষ প্রতিবেদক ॥ বাবার হুইলচেয়ার ঠেলে ভিক্ষা করা শিশু নুসরাতের পাশে দাঁড়িয়েছেন বরিশালের পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। নিউজের সূত্র ধরে বরিশালের কাউনিয়া বিসিক এলাকা থেকে নুসরাত পরিবারের সবাইকে পুলিশ কমিশনার কার্যালয়ে ডেকে পাঠানো হয়। পুলিশ কমিশনার শিশু নুসরাতের পরিবারকে আর্থিক সহায়তা করেন। এসময় নুসরাতের মা কাকলী বেগম ও বাবা  নূরে আলম উপস্থিত ছিলেন। ২০১৪ সাল থেকে পঙ্গুত্ব বরণ করে মানবেতর জীবনযাপন করছিলেন নুসরাতের বাবা-মা। বাবাকে হুইলচেয়ারে বসিয়ে দ্বারে দ্বারে ভিক্ষা করার দৃশ্য ধরা পড়ে দৈনিক আজকের পরিবর্তন ও বাংলার চিঠির ক্যামেরায়। বিষয়টি নিয়ে মানবিক প্রতিবেদন তৈরি করে আজকের পরিবর্তন। যার অনুসরণে ভিডিও প্রতিবেদন করে বাংলার চিঠি ফেসবুক ও ইউটিউব চ্যানেল।
পুলিশ কমিশনার বলেন, পরিবর্তনে প্রকাশিত সংবাদ দেখে আমি পরিবারের সঙ্গে কথা বলি এবং  ও আমার  কার্যালয়ে আসার অনুরোধ জানাই। তাদের জন্য যতসামান্য কিছু করার চেষ্টা করেছি। তবে পরিবারটির একটি বসতভিটা খুব প্রয়োজন।
বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহাবুব উল্লাহ মজুমদার অসহায় পরিবারটিকে আশ্রায়ন প্রকল্পের ঘর পেতে সহায়তার আশ্বাস দিয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT