4:03 pm , November 2, 2024
থানায় জিডি করলেন প্লানেট পার্ক কর্তৃপক্ষ
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল প্লানেট ওয়ার্ল্ড পার্কে (শিশু পার্ক) ব্যান্ড শো অনুষ্ঠিত হবে এ ধরণের মিথ্যা প্রচারণা চালিয়েছে একটি মহল। ‘রক এন রোয়ার’ নামে একটি প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারনা চালাচ্ছে। সেখানে উল্লেখ করা হয়েছে ‘ আগামী ১৬ নভেম্বর প্লানেট পার্কে তারা একটি ব্যন্ড শো এর আয়োজন করেছে। তবে এই প্রচারণাকে প্রতারণা বলছে পার্ক কর্তৃপক্ষ। তাদের দাবী ১৬ নভেম্বর কোন ব্যান্ড শো পার্কে অনুষ্ঠিত হবে না এবং কারো সাথে পার্ক কর্তৃপক্ষের এ ধরনের চুক্তি হয়নি। সুতরাং এ ধরনের প্রচারণায় কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেছে পার্ক কর্তৃপক্ষ। এ ঘটনায় গতকাল কোতয়ালী থানায় সাধারণ ডায়েরী করেছেন পার্ক দেখভালের দায়িত্বে থাকা সোহরাব হোসেন।