3:58 pm , November 2, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ দখল দারিত্বে সমানে সমান আওয়ামী লীগ ও বিএনপি। আওয়ামী লীগ শাসনামলে বরিশাল নগরীর খান সড়ক মোড় এলাকায় মডেল মসজিদের দেয়াল ঘেষে ফুটপাত দখলে নিয়ে ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের অফিস করা হয়। ৫ আগস্ট সেই অফিস আগুন দিয়ে জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধরা। তখন এলাকাবাসী মনে করছিলেন আগুনে পুড়ে এবং ক্ষমতাসীনদের পট পরিবর্তনে ফুটপাত দখলমুক্ত হয়েছে। কিন্তু সম্প্রতি একই স্থানে আবারো নতুন করে ঘর তোলা হচ্ছে। খবর নিয়ে জানা গেছে একই জায়গায় ১৩নং ওয়ার্ড বিএনপির নেতারা সেখানে ওয়ার্ড বিএনপির অফিস করার জন্য ওই ঘর উত্তোলন করছেন। ঘর উত্তোলন শুরু হওয়ার পর থেকেই এলাকাবাসীর মধ্যে একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দখল দারিত্বে বিএনপি-আওয়ামীলীগ সমানে সমান। নাম প্রকাশ না করা শর্তে একাধিক স্থানীয় বাসিন্দারা বলেন, অবৈধ কোন কিছ্ইু ভালো না। এ কারনেই কিন্তু আওয়ামীলীগের পতন হয়েছে। সেখান থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের অনেক কিছু শিখতে হবে। কিন্তু তারা তা না শিখে উল্টো আওয়ামী লীগের পথেই হাটছে। যখন আওয়ামী লীগ ফুটপাত দখল করে অফিস করেছিল তখন এলাকাবাসী তা ভালোভাবে মেনে নেয়নি। আবার তাদের সন্ত্রাসী কর্মকান্ডের কারনে মুখ খুলে কিছু বলতেও পারেনি। তবে ভিতরে ভিতরে তাদের ওই কর্মকান্ডের জন্য ধিক্কার জানিয়েছেন। ৫ আগস্টের পর সেই ধিক্কার জোরেশোরে প্রচার পায়। এরপরেও বিএনপি কিভাবে পারে সেই একই স্থান দখলে নিয়ে অফিস নির্মান করতে। তাহলে বিএনপি ও আওয়ামীলীগের মধ্যে কি পার্থক্য রইলো। বিষয়টি মহানগর বিএনপির নেতৃবৃন্দকে দেখার অনুরোধ জানিয়েছেন তারা। এ ব্যাপারে ১৩নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মতিউর রহমান মিঠু বলেন, ওই অফিসের সাথে তার কোন সম্পৃক্ততা নেই। সদস্য সচিব হাফিজুর রহমান তারেকের নেতৃত্বে সেখানে ওয়ার্ড বিএনপির কার্যালয় স্থাপনের জন্য ঘর উত্তোলন হচ্ছে বলে তিনি শুনেছেন। তবে তিনি ওই ঘর উত্তোলনের পক্ষে নয়। এ জন্য বিভিন্ন মাধ্যমে সদস্য সচিবকে ঘর উত্তোলনে বাধা দিলেও তিনি তা শুনছেন না বলে অভিযোগ করেন মিঠু। এ ব্যাপারে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক বলেন, কোন ধরনের দখল, সন্ত্রাসী কর্মকান্ডসহ কোন ধরণের অনৈতিক কর্মকান্ডকে বিএনপি প্রশ্রয় দেবে না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ইতিমধ্যে ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের অনেক নেতাকে শোকজসহ দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তারেকের বিষয়টি সত্য হলে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হবে।