ববি ছাত্রীকে বাসচাপা দেওয়া ঘাতক চালক আটক ববি ছাত্রীকে বাসচাপা দেওয়া ঘাতক চালক আটক - ajkerparibartan.com
ববি ছাত্রীকে বাসচাপা দেওয়া ঘাতক চালক আটক

3:58 pm , November 2, 2024

বিশেষ প্রতিবেদক ॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মাইশা ফৌজিয়া মিমকে চাপা দেওয়া বাসচালক জামির হোসেনকে অবশেষে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। গত শুক্রবার রাতে পটুয়াখালীর মরিচবুনিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ নিয়ে শনিবার বেলা তিনটায় সংবাদ সম্মেলন করেন বরিশালের পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে পটুয়াখালীর মরিচবুনিয়া গ্রামে অভিযান চালায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ। বাড়ির কাছেই অবস্থিত সড়কে অবস্থানকালে তাকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বন্দর থানায় মামলা করেছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বাসচালক জামির কে।
গত বুধবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়ক পার হওয়ার সময় ‘নারায়ণগঞ্জ ট্রাভেলস’ নামের কুয়াকাটা থেকে বরিশালগামী একটি বাসের চাপায় নিহত হন মাইশা। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বাসটি জব্দ করে আগুন দেন। তখন বাসের চালক ও তাঁর সহকারী পালিয়ে যান।
ওই দিন রাত সোয়া ৯টা থেকে দেড়টা পর্যন্ত ৫ ঘন্টা এবং গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১০ ঘণ্টা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় জড়িত ব্যক্তিদের বিচারসহ ১০ দফা দাবি জানানো হয়েছিল। এরপর গত শুক্রবার বেলা সাড়ে ৩টায় একই দাবিতে মহাসড়ক অবরোধ করেন তাঁরা। পরে রাত ১১টার দিকে বিভাগীয় কমিশনারের অনুরোধে শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়ে দেন। এরপর ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
শুক্রবার  রাত সাড়ে ১১টার দিকে বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের সভাকক্ষে শিক্ষার্থী ও বাসমালিকদের নিয়ে সভার আয়োজন করে প্রশাসন।  যা প্রায় দিবাগত রাত সোয়া ৩টা পর্যন্ত চলে। সভায় নিহত মাইশার পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে রাজি হয় বাস মালিকপক্ষ। পরে শিক্ষার্থীরা তাঁদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন।
এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান আহসানুল হক বলেন, বৈঠকে বর্তমান পরিস্থিতি নিয়ে সার্বিক আলোচনা হয়েছে। শিক্ষার্থীরা দাবিদাওয়া তুলে ধরেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT