যার ভিতর রাসুল (সা:) এর আদর্শের অনুসরণ নেই সে মুসলমান নয় যার ভিতর রাসুল (সা:) এর আদর্শের অনুসরণ নেই সে মুসলমান নয় - ajkerparibartan.com
যার ভিতর রাসুল (সা:) এর আদর্শের অনুসরণ নেই সে মুসলমান নয়

2:10 pm , November 1, 2024

 

বিশেষ প্রতিবেদক ॥ নবী করিম (সা:) এর আদর্শের অনুসরণ যার ভিতর নেই, সে আর যাইহোক মুসলমান হতে পারে না বলে স্পষ্ট বললেন তালুকদার বাড়ি জামে মসজিদের ঈমাম মোকলেছুর রহমান, আমতলা মোড়ের সড়ক জনপথ মসজিদের ঈমাম আবুল বাছার  এবং খান বাড়ি মসজিদের ঈমাম মাওলানা আবুল হাসান। ঈমাম মোকলেছুর রহমান এসময় পবিত্র কুরআন থেকে সূরা আল ইমরান আয়াত ৩১ এর উদাহরণ তুলে ধরেন। এ আয়াতে আল্লাহ বলেছেন, হে নবী আপনি বলে দিন, “যদি তোমরা আল্লাহকে ভালবাস, তবে আমার অনুসরণ কর, আল্লাহ তোমাদেরকে ভালবাসবেন এবং তোমাদের সব গুনাসমূহ ক্ষমা করবেন, বস্তুতঃ আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু’।”
পরপর তিনটি শুক্রবার জুম্মার নামাজের বয়ানের ধারাবাহিকতায় এই মিল খুঁজে পাওয়া গেছে। গত শুক্রবার একই আয়াতের উপর আলোচনা করেছিলেন বরিশালের উজিরপুর উপজেলার হারতা বাজার জামে মসজিদের ঈমাম। তিনি বলছিলেন, সত্যিকারের ইসলামের অনুসরণ কারা করছে তা নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নেই। নবী করিম (সা:) এর অনুসরণ যাদের ভিতর নেই তাদের ইসলামি দল বলা যাবেনা। এসময় ঈমাম ব্যাংকি ব্যবস্থা ও সুদ নিয়ে আলোচনা করেন এবং ডাঃ জাকির নায়েক এর বক্তব্য তুলে ধরে করে বলেন, পৃথিবীর সব ব্যাংকিং কার্যক্রমের নিয়ন্ত্রণ ইহুদিদের হাতে। তারা জানে মুসলমানদের ঐক্য ও শক্তি নষ্ট করতে হলে তাদের সুদ ধরিয়ে দিতে হবে। কেননা ঘুরেফিরে বা না বুঝেও যদি সামান্যতম সুদের সাথে কোনো মুসলমান সম্পৃক্ত হলো, সাথে সাথে তার থেকে আল্লাহর রহমত ও সাহায্য দূর হয়ে গেল। এটা ইহুদীরা জানে বলেই ওরা আমাদের সুদে বন্দী করতে মরিয়া বলে জানান ঈমাম আবুল হাসান। গতকাল শুক্রবার বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দার খান বাড়ি জামে মসজিদের ঈমাম আবুল হাসানও নবী করিম (সা:) এর আদর্শের অনুসরণের উপর গুরুত্ব আরোপ করেন। এসময় তিনি পবিত্র কুরআন থেকে সূরা আল- হাশর, আয়াত: ৭ এর অর্থ তুলে ধরেন ‘রাসুল (সা:) তোমাদেরকে যা দেয়, তা তোমরা গ্রহণ কর এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করে তা থেকে বিরত থাক এবং তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন কর; নিশ্চয় আল্লাহ শাস্তি দানে কঠোর।
সূরা মুহাম্মাদ, আয়াত: ৩৩
“হে মুমিনগণ! তোমরা আল্লাহর আনুগত্য কর এবং রাসুলের আনুগত্য কর, আর তোমরা তোমাদের আমলগুলো বিনষ্ট করো না।”
সূরা আন-নূর, আয়াত: ৫১
“মুমিনদের উক্তি তো এই যখন তাদের মধ্যে বিচার- ফায়সালা করে দেওয়ার জন্য আল্লাহ এবং তাঁর রাসূলের দিকে ডাকা হয়, তখন তারা বলে, ‘আমরা শুনলাম এবং আনুগত্য করলাম।’ আর তারাই সফলকাম।”
নবী করিম (সা:) এর অনুসরণে অনন্য উদাহরণ ছিলেন সাহাবা (রা:) আবু জর গিফারী এবং নবী করিম (সা:) তাকে জান্নাতী ঘোষণা দিয়েছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT