2:09 pm , November 1, 2024
বানারীপাড়া প্রতিবেদক ॥ বানারীপাড়ায় মৎস্য অভিযান চলাকালে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া জেলে শহীদ শিকদারের (৭২) ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার (২৯ অক্টোবর ) রাত ১০টার দিকে স্প্রীড বোট ও দুটি ট্রলার নিয়ে বানারীপাড়া সহকারী কমিশনার (ভূমি) মুসতাহসিন তাসমিম রহমান এর নেতৃত্বে সন্ধ্যা নদীতে অভিযান পরিচালিত হয়। অভিযানের টের পেয়ে শহীদ শিকদার ও নুরুদ্দীন নামে দুই জেলে নদীতে ঝাঁপ দেয়। এ সময় নুরুদ্দীন কে আটক করা হলেও শহীদ সিকদারকে খুঁজে পাওয়া যায়নি। নদীতে নিখোঁজের প্রায় ৫০ ঘন্টা ঘন্টা পর গত বৃহস্পতিবার দুপুরে জাঙ্গালিয়া এলাকায় শহীদ শিকদারের মরদেহ ভেসে ওঠে।
বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ ফয়জর আলী শিকদারের ছেলে শহীদ সিকদার মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন। অভিযানের ভয়ে ওই সময় তিনি নদীতে ঝাঁপ দেন। অভিযানের সময় কালির বাজারের জেলেরা সহকারী কমিশনারের উপর হামলা চালায়। বানারীপাড়ার উপজেলা নির্বাহী অফিসার অন্তরা হালদার বলেন, শহীদ শিকদারের পরিবার ময়না তদন্ত ছাড়া মরদেহ দাফনের জন্য জেলা প্রশাসক ববরাবরে আবেদন করেছেন। আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়। বানারীপাড়া থানার ওসি মো. মোস্তফা বলেন,মরদেহ উদ্ধারের খবর পেয়ে তিনি ও ইউএনও জেলে শহীদ শিকদারের উপজেলার মসজিদবাড়ি গ্রামের বাড়িতে গিয়েছিলেন। পরিবারের কোন অভিযোগ না থাকায় দাফনের অনুমতি দেওয়া হয়েছে।