কাউখালীতে প্রতিমা ভেঙ্গে ফাঁসাতে গিয়ে ফাঁসলেন নিজেই ! কাউখালীতে প্রতিমা ভেঙ্গে ফাঁসাতে গিয়ে ফাঁসলেন নিজেই ! - ajkerparibartan.com
কাউখালীতে প্রতিমা ভেঙ্গে ফাঁসাতে গিয়ে ফাঁসলেন নিজেই !

4:07 pm , October 31, 2024

কাউখালী  প্রতিবেদক ॥ কাউখালীতে সোনাকুরের  পাল পাড়ায় প্রতিমা তৈরি করে রাখা কালীপূজার জন্য। এই প্রতিমা বিভিন্ন স্থানে পূজার জন্য নিয়ে যাবে বৃহস্পতিবার। পাল পাড়ায় পূজার প্রতিমা তৈরির কারিগর সুখরঞ্জন পাল ৩০ অক্টোবর বুধবার রাতে প্রতিমায় রং তুলি দিয়ে কাজ শেষ করে রাত ২ টার দিকে ঘুমাতে যায়। এ সময় ছেলের পাশে সুখরঞ্জন ঘুমাবার ভান করে থাকলেও রাত আড়াইটার দিকে ঘুম থেকে উঠে এসে একটি কালি পূজার প্রতিমার হাত ভেঙ্গে মাথা ঘুরিয়ে রাখে। কাউখালী থানা পুলিশের একটি টিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শনে যান। পরিদর্শনে গিয়ে সুখরঞ্জন পাল এর কাছে জানতে পারেন তার প্রতিপক্ষ  চয়ন পাল,  বকুল রাণী পাল, বাবুল কুন্ডু, কিশোর কুন্ডুসহ ৬-৭ জন মিলে প্রতিমা ভাঙচুর করেছে। সুখরঞ্জনের গতিবিধি, কথাবার্তা অসংলগ্ন মনে হলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়  সুখরঞ্জন স্বীকার করেন তিনি নিজেই রাত আড়াইটার দিকে প্রতিমা ভাঙচুর করে। সুখরঞ্জন পাল জানান, দীর্ঘদিন প্রতিপক্ষের সাথে জমি নিয়ে মামলা মোকদ্দমা চলমান রয়েছে। কোনভাবেই তাদের ঘায়েল করতে না পেরে প্রতিমা ভাঙচুরের কাজ করে প্রতিপক্ষকে ফাঁসাতে চেয়েছিল। এসময় পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে ওসি মোঃ সোলায়মান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT