র‌্যাবের অভিযানে বিলুপ্ত প্রজাতির ২২২ কচ্ছপ উদ্ধার র‌্যাবের অভিযানে বিলুপ্ত প্রজাতির ২২২ কচ্ছপ উদ্ধার - ajkerparibartan.com
র‌্যাবের অভিযানে বিলুপ্ত প্রজাতির ২২২ কচ্ছপ উদ্ধার

4:07 pm , October 31, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে অভিযান চালিয়ে বিলুপ্ত প্রজাতির ২২২টি কচ্ছপ উদ্ধার করেছে র‌্যাব-৮। বৃহস্পতিবার বেলা পৌনে ১২ টার দিকে ভোলা-বরিশাল আঞ্চলিক মহাসড়কে এ অভিযান চালানো হয়। এসময় বিআরটিসি বাস থেকে কচ্ছপগুলো উদ্ধার করে র‌্যাব সদস্যরা। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা-বরিশাল সড়ক পথে বিআরটিসির বাসে বিপুল পরিমাণ কচ্ছপ পাঁচারের খবর পেয়ে অভিযান পরিচালনা করে। এসময় লাহারহাট ফেরিঘাট এলাকায় বিআরটিসির একটি বাসে তল্লাশি চালিয়ে চারটি বস্তার মধ্য থেকে বিলুপ্ত প্রজাতির ২২২টি কচ্ছপ উদ্ধার করা হয় যার ওজন ১৬০ কেজি। একই সাথে সুপারভাইজার ভোলা সদর থানাধীন দক্ষিণ বালিয়া এলাকার বাসিন্দা মো. ফয়সাল (২৭) ও বাসের হেলপার বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানাধীন চর হোগল বুনিয়া এলাকার বাসিন্দা মো. সজিব শেখ (২৬) কে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বরিশাল সদর রেঞ্জের বন্য প্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে র‌্যাব।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT