3:51 pm , October 30, 2024
কাউখালী প্রতিবেদক ॥ কাউখালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর ২৯ অক্টোবর মঙ্গলবার রাতে উপজেলার পাঙ্গাসিয়া এলাকার কচা নদীতে অভিযান পরিচালনা করে প্রায় ৬ হাজার মিটার অবৈধ জাল ও প্রায় ১৫ কেজি ইলিশ মাছ জব্দ করে। অভিযানের নেতৃত্ব দেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান ও নৌ পুলিশের একটি বিশেষ টিম অংশগ্রহণ করে। উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, অবৈধ জালের আনুমানিক মূল্য দেড় লক্ষ টাকা।