নিয়োগ কার্যক্রম স্থগিত থাকায় হতাশ নিয়োগ প্রত্যাশীরা নিয়োগ কার্যক্রম স্থগিত থাকায় হতাশ নিয়োগ প্রত্যাশীরা - ajkerparibartan.com
নিয়োগ কার্যক্রম স্থগিত থাকায় হতাশ নিয়োগ প্রত্যাশীরা

2:04 pm , October 29, 2024

বরিশালের ৬ জেলায় সিভিল সার্জন অফিসে

নিজস্ব প্রতিবেদক ॥ দীর্ঘ এক যুগেরও বেশী সময় পর চলতি বছরের মার্চ-এপ্রিল মাসে বিভিন্ন ক্যাটাগরিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে বরিশাল বিভাগের ৬ জেলার সিভিল সার্জন অফিস। নিয়ম অনুযায়ী নিয়োগ কমিটির সভাপতি করা হয় বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে এবং সদস্য সচিব করা হয় স্ব-স্ব জেলার সিভিল সার্জনদের। দীর্ঘ সময় পর নিয়োগ বিজ্ঞপ্তি পেয়ে প্রত্যেক জেলা থেকে হাজার হাজার চাকরি প্রত্যাশী আবেদন করে। প্রার্থীরা যখন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলো ঠিক তখনই ঘটে বিপত্তি। গণ-অভ্যুত্থানের কারণে বন্ধ হয়ে যায় নিয়োগ প্রক্রিয়া। তবে অন্তর্বর্তী সরকারের ২ মাস অতিক্রম হলেও নিয়োগ কার্যক্রম আর এগোয়নি। এতে করে হতাশ হয়ে পড়েছেন চাকরি প্রার্থী ও অভিভাবকরা। তাদের প্রশ্ন নিয়োগ আদৌ হবে কি না। নিয়োগ কমিটির সভাপতি বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, দীর্ঘ সময় ধরে নিয়োগ কার্যক্রম থমকে আছে এটা সত্য তবে আবেদনকারীদের হতাশ হবার কিছু নেই। সরকার বা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ নিয়োগ এখন পর্যন্ত বাতিল করেনি। তাছাড়া নিয়মতান্ত্রিকভাবে নিয়োগ বাতিলের সুযোগ বা সম্ভাবনা নেই। তাই একটু বিলম্ব হলেও নিয়োগ হবে। তিনি বলেন, নিয়োগে পরীক্ষা গ্রহণের জন্য অর্থ ছাড়ও করা আছে। কিন্তু পরীক্ষা গ্রহণের ব্যাপারে মন্ত্রণালয় থেকে কোন নির্দেশনা নেই। তাই আমরা পরীক্ষা নিতে পারছি না। তবে আশা করছি পরিস্থিতি একটু ঠিক হলেই নিয়োগ কার্যক্রম তড়ান্বিত হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT