সাবেক মেয়র হারিছে ৫ দিনের রিমান্ড সাবেক মেয়র হারিছে ৫ দিনের রিমান্ড - ajkerparibartan.com
সাবেক মেয়র হারিছে ৫ দিনের রিমান্ড

2:02 pm , October 29, 2024

গৌরনদী প্রতিবেদক ॥ বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহর বিশ্বস্ত সহযোগী গৌরনদী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে রাজধানীর রামপুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে গতকাল সন্ধ্যায় বরিশালের আদালতে হাজির করা হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। একইসঙ্গে ১০ দিনের রিমান্ডে চাইলে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। গত ৫ আগষ্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর হারিছের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় ৫টি মামলা দায়ের করে  বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গ্রেপ্তারের খবর গৌরনদীতে ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার দুপুর ১২টায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে হারিছুরের ফাঁসির দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতাকর্মী এবং ক্ষতিগ্রস্ত লোকজন। গেল উপজেলা পরিষদ নির্বাচনে পরাজয়ের মধ্য দিয়ে গৌরনদীতে হারিছুর রহমানের ১৭ বছরের একচ্ছত্র আধিপত্যের অবসান হয়েছিল। পরবর্তিতে শেখ হাসিনা সরকার পতনের আত্মগোপনে চলে যায় হারিছ।
স্থানীয়রা জানান, আবুল হাসানাত আবদুল্লাহ ছিলেন দক্ষিণাঞ্চলের গডফাদার। তিনি বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি। দলীয় কমিটি ও স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ন্ত্রণ, উন্নয়ন কাজে বড় কমিশন আদায় এবং জমি দখল সবকিছুই হাসানাতের হয়ে করতেন হারিছুর রহমান।
বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জানান,আবুল হাসানাত আবদুল্লাহ আসকারা ও সমর্থন পেয়ে হারিছুর রহমান বেপরোয়া হয়ে ওঠেন। ১৭ বছর গৌরনদীর কয়েক হাজার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে বাড়ি ছাড়া করেছেন। হামলা-মামলা দিয়ে নির্যাতন ছাড়াও বিএনপির প্রতিটি পরিবারের উপর চালানো হয় অসহনীয় ও নির্মম নির্যাতন।  হারিছুর রহমানের সন্ত্রাসী কমান্ডো বাহিনীর সন্ত্রাসী হামলায় পঙ্গুত্ব বরন করতে হয়েছে অসংখ্য নেতাকর্মীকে।
২০০৮ সালে হারিছুর রহমান গৌরনদীতে এসে রাজনীতি শুরু করে যুবলীগের সদস্য হন। পর্যায়ক্রমে সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর মন জয় করে তার আস্থাভাজন হয়ে তিনবার (২০১০, ২০১৫, ২০২০এর নির্বাচনে) মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্বাচিত  হন।  সে (হারিছুর) আবুল হাসানাতের আস্থাভাজন হয়ে দলের মধ্যে নিজের ব্যক্তিগত বলয় সৃষ্টি করেন। আওয়ামীলীগের দুর্দীনের ত্যাগি নেতাকর্মীদের রাজনীতি থেকে বিদায় করে সুবিধাবাদিদের নিয়ে নিজস্ব বাহীনি গড়ে তোলেন। উন্নয়ন প্রকল্প, অফিস-আদালত, থানাসহ সব কিছুই তার নিয়ন্ত্রনে ছিলো।  হারিস এতই ক্ষমতাবান হয়ে উঠেন যে, তার কথাই ছিল গৌরনদীতে শেষ কথা।  গৌরনদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বরিশাল জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরী বলেন, হারিছুর রহমান গত ১৭ বছর ক্ষমতায় থেকে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে নিজস্ব বাহিনী গড়ে তুলেছেন। সেই সন্ত্রাসী বাহিনীর ভয়ে কেউ মুখ খুলতে পারে সাহস পায়নি।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ ইউনুস মিয়া বলেন, মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর রামপুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT