3:49 pm , October 28, 2024

বরিশাল পোস্ট অফিসে
নিজস্ব প্রতিবেদক ॥ গ্রাহকদের জমা রাখা টাকা আত্মসাত করে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন বরিশাল পোস্ট অফিসের কর্মচারী আলাউদ্দীন। তাকে নিয়ে রীতিমত বিব্রত পোস্ট অফিসের কর্মকর্তারাও। টাকা আতœসাত করেছেন বরিশাল পোষ্ট অফিসের কর্মচারী আলাউদ্দিন। আত্মসাতের একটি অভিযোগ নিষ্পত্তি হতে না হতে আরো একটি অভিযোগ এসেছে। সর্বশেষ গত সপ্তাহে নতুন করে এক গ্রাহকের ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে আলাউদ্দীনের বিরুদ্ধে। পোস্ট অফিসে গচ্চিত রাখা ৫০ লাখ টাকা হারিয়েছেন চিকিৎসক গোলাম মাহমুদ সেলিম। বরিশাল মেডিকেল কলেজ পোষ্ট অফিস শাখায় মেয়ে ও স্ত্রীর নামে ২৫ লাখ করে মোট ৫০ লাখ টাকা এফডিআর করেছিলেন তিনি। কিন্তু সেই টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাত করেন ওই অফিসের তৎকালীন আর্ম-গার্ড আলাউদ্দিন।
সম্প্রতি এফডিআরের মেয়াদ শেষ হলে টাকা উত্তোলন করতে যান চিকিৎসক গোলাম মাহমুদ সেলিম। কিন্তু পোস্ট অফিস থেকে জানানো হয় তার স্ত্রী ও মেয়ের নামে কোন টাকাই জমা হয়নি। প্রধান ডাকঘরের পোষ্ট মাস্টার আবদুর রশিদ বলেন, ডাক্তার সাহেব তার স্ত্রী ও মেয়ের নামে ২৫ লাখ করে পৃথক দুটি এফডিআর করেছিলেন। কিন্তু আলাউদ্দিন সে টাকা জমা না দিয়ে আত্মসাত করেছে। আমরা এ বিষয়ে নিশ্চিত হয়েছি। আলাউদ্দিন গ্রাহকদের কত টাকা আত্মসাত করেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ কোন গ্রাহকদের কাছ থেকে অভিযোগ এলেই কেবল আমরা বিষয়টি জানতে পারি। তিনি আরও বলেন, এই ৫০ লাখের আগে আলাউদ্দিন ও শহিদুল ইসলাম মিলে প্রায় ২ কোটি টাকা আত্মসাত করেছিল বলে প্রমানিত হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়। তারা ইতোমধ্যে আত্মসাতকৃত ২ কোটি টাকা ফেরত দিয়েছে। অর্থ আত্মসাতের ঘটনায় আলাউদ্দিন ও শহিদুলের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মামলার বাদী বরিশাল দুদকের সহকারী পরিচালক রাজ কুমার সাহা বলেন, আমি মামলার বাদী। কিন্তু মামলার তদন্ত করছেন অন্য একজন কর্মকর্তা। তাই মামলার সর্বশেষ পরিস্থিতি ও অগ্রগতি সম্পর্কে কেবল তিনিই বলতে পারবেন।
উল্লেখ্য গত বছরের মাঝামাঝি সময়ে গ্রাহকদের অভিযোগের প্রেক্ষিতে পোষ্ট অফিস বরিশাল মেডিকেল কলেজ শাখা থেকে অর্থ আত্মসাতের বিষয়টি প্রকাশ পায়। পরে কয়েকদিনের ব্যবধানে আরও বেশ কয়েকজন গ্রাহকের টাকা আত্মসাতের প্রমান পাওয়া যায়। এসব অভিযোগের প্রেক্ষিতে খুলনা থেকে ডাক বিভাগের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এসে বিষয়টি তদন্ত করে। তদন্তে অর্থ আত্মসাতের বিষয়টি প্রমানিত হওয়ায় আলাউদ্দিন ও শহিদুল ইসলাম কে বরখাস্ত করা হয়।