4:21 pm , October 27, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ দেশের বর্তমান প্রেক্ষাপটের উপরে মানুষের দায়িত্ববোধ, হালাল ব্যবসার, মালে ভেজাল না দেওয়া, ওজনে কম না দেয়া, ফরমালিন না দেওয়া, মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করে মালের দাম বাড়ানো থেকে বাঁচতে মুসুল্লী ও জনগণকে সচেতন করতে ইমামদের ভূমিকা শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির উদ্যোগে কালেক্টরেট জামে মসজিদ কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।সংগঠনের মহানগর সভাপতি কালেক্টরেট জামে মসজিদের খতিব হাফেজ আব্দুল্লাহ আল মামুনের ব্যবস্থাপনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিভাগীয় সভাপতি জাতীয় পুরষ্কার প্রাপ্ত শ্রেষ্ঠ ইমাম আলহাজ্ব হাফেজ মাওলানা আবদুল হান্নান খান। বিশেষ মেহমান ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আবদুল জব্বার চাখারি (রহঃ) এর সুযোগ্য সাহেবজাদা মাওলানা মোহাম্মদ শহিদুল ইসলাম। দিক নির্দেশনামূলক বক্তৃতা করেন সংগঠনের বিভাগীয় সহ-সভাপতি ল’কলেজ জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোখলেছুর রহমান, ঝালকাঠি জেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মশিউর রহমান, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি মাওলানা আবদুস সালাম, বরিশাল জেলা সাধারণ সম্পাদক মাওলানা কাজি মোহাম্মদ ইসমাইল হোসেন, বরিশাল মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ জাকির হোসেন, বরগুনা জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম, পিরোজপুর জেলা সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ শাহাদাত হোসাইন ও সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম, ভোলা জেলা সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আব্বাছ উদ্দিন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি সাহেবের জন্যে দোয়া করায় কারেক্টরেট জামে মসজিদের সাবেক খতিব বাংলাদেশের জাতীয় পুরষ্কার প্রাপ্ত প্রথম ব্যচের শ্রেষ্ঠ ইমাম আলহাজ্ব মাওলানা এবিএম মোশাররফ হোসাইন সাহেবকে মসজিদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন ভোলা জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা বেলায়েত হোসেন। এছাড়া এই ষড়যন্ত্রের সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবী জানান বক্তারা। অনুষ্ঠান শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করেন ঝালকাঠি জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা আবদুল হাই নিজামি। এছাড়া কেন্দ্রিয় সভার নিদের্শনার আলোকে উপজেলা ও জেলা কমিটি গুলো পুনঃগঠনের সিদ্ধান্তে উপর আলোচনা করা হয়।