মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতা তানভীর নিহত মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতা তানভীর নিহত - ajkerparibartan.com
মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতা তানভীর নিহত

4:15 pm , October 27, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ মোটরসাইকেল দুর্ঘটনায় মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ নিহত হয়েছেন। কুয়াকাটা থেকে বরিশাল ফেরার পথে শনিবার দিবাগত রাত দেড়টায় নলছিটি খেজুরতলা নামক স্থানে দুর্ঘটনায় গুরুতর আহত হয় তানভীর। সে ২২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মরহুম শেখ সুলতান আহমেদ সন্তুর ছেলে।
তানভীরের স্বজনরা জানান, কুয়াকাটা থেকে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত তানভীরকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে আনা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে ঢাকা পাঠানোর পরামর্শ দেন।  ঢাকা নেওয়ার পথে তানভীরের মৃত্যু হয়। রোববার বাদ আছর ২২ নং ওয়ার্ডের বাইতুল দিদার জামে মসজিদে মরহুমের জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
তানভীর মা, স্ত্রী, দুই শিশু কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে মহানগর ছাত্রদলের পক্ষ থেকে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT