বরিশালে ১৪ কোটি টাকার জাল জব্দ ॥ কারাগারে ৩৪৯ জেলে বরিশালে ১৪ কোটি টাকার জাল জব্দ ॥ কারাগারে ৩৪৯ জেলে - ajkerparibartan.com
বরিশালে ১৪ কোটি টাকার জাল জব্দ ॥ কারাগারে ৩৪৯ জেলে

4:12 pm , October 27, 2024

৬ জেলায় মৎস সংরক্ষন অভিযান

নিজস্ব প্রতিবেদক ॥ মৎস্য সংরক্ষণ অভিযানের নির্দেশনা অমান্য করে বরিশাল বিভাগের বিভিন্ন নদ-নদীতে মাছ শিকার করায় বিভাগের বিভিন্ন এলাকায় ৩৪৯ জেলেকে কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ১৪ কোটি ২৫ লাখ  ৪৯ হাজার টাকা মূল্যের ৭৭ লাখ ১৬ হাজার ১০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। জরিমানা করা হয়েছে ১৮ লাখ ৯২ হাজার টাকা। গত ১৪ দিনে এসব অভিযান পরিচালনা করা হয়। রোববার বিকেলে বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস এসব তথ্য জানান। তিনি বলেন, ১৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবর মধ্যরাত পর্যন্ত বিভাগে ১ হাজার ৮৫৮ টি অভিযান পরিচালিত হয়। ৫২১টি মোবাইল কোর্ট পরিচালনা ও ৫৮৮টি নিয়মিত মামলা করা হয়। এ সময়ে বরিশাল বিভাগে ৩৬২ বার বিভিন্ন মৎস্য অবতরণকেন্দ্র, ২ হাজার ৬১৪ বার বিভিন্ন মাছঘাট,৪ হাজার ৮৭৬ বার বিভিন্ন আড়ত ও ২ হাজার ৯২৬ বার বিভিন্ন বাজার পরিদর্শন করে মৎস্য অধিদপ্তরের জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা। এ ছাড়া নৌকাসহ জব্দ হওয়া সরঞ্জাম নিলাম করে ২ লাখ টাকার বেশী আয় হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT