প্রকাশ্যে থাকলেও মামলার ৬ মাসে গ্রেপ্তার হয়নি কোন আসামী প্রকাশ্যে থাকলেও মামলার ৬ মাসে গ্রেপ্তার হয়নি কোন আসামী - ajkerparibartan.com
প্রকাশ্যে থাকলেও মামলার ৬ মাসে গ্রেপ্তার হয়নি কোন আসামী

3:51 pm , October 25, 2024

যুবককে কুপিয়ে জখম করার ঘটনায়

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর পলাশপুর এলাকার বাসিন্দা যুবককে কুপিয়ে পঙ্গু করার ৬ মাস পরেও আসামীরা রয়েছে ধরাছোয়ার বাইরে। কোতয়ালী মডেল থানায় দায়ের করা মামলায় নামধারী দুই আসামী বহাল তবিয়তে ঘুরে বেড়ালেও তাদের আটকে পুলিশের কোন অগ্রগতি নেই বলে অভিযোগ করেছে ভুক্তভোগী যুবকের মা। গ্রেপ্তারতো হয়নি, উল্টো পঙ্গু প্রায় ছেলেকে নিয়ে আসামীদের প্রতিনিয়ত হুমকিতে তটস্থ রয়েছে মামলার বাদী ও যুবকের মা লাইজু বেগম। ৬ মাস আগে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মো. জিহাদ হাওলাদার এর দুটি হাতের রগ কেটে দেয়। এতে জিহাদ প্রায় পঙ্গু হতে চলেছে। এ বিষয়ে কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে তদন্ত চলমান রয়েছে এবং শীঘ্রই আসামীদের আটক করে আইনের আওতায় আনা হবে।
মামলার এজাহার ও বাদী লাইজু বেগমের বরাতে জানাগেছে, হামলায় আহত যুবক ছেলে জিহাদ হাওলাদার (১৯) নগরীর পলাশপুর ৭ নম্বর গুচ্ছ গ্রামের বাসিন্দা। নামধারী দুই আসামীরা হলো: ৫ নম্বর চরমোনাই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফরাজী বাড়ীর বাসিন্দা মৃত সোহেল হাওলাদার এর ছেলে মাহাবুব এবং একই এলাকার মো. আজাদুল রহমান এর ছেলে আজমান শরীফ নাদিম। এছাড়াও অজ্ঞাত আরও ৪/৫ জন আসামী রয়েছে। আসামীদের এক স্বজন ভুক্তভোগী যুবকের প্রতিবেশী হিসেবে বরিশালে বসবাসরত ছিল। যার সাথে পলাশপুর এলাকায় আহত জিহাদের সাথে ৬ মাস পূর্বে ঝামেলা হয়। সেই জেরে জিহাদ তার দুই বন্ধুর কাছে গত ১৪ এপ্রিল চরমোনাই বিশ্বাসের হাট এলাকায় বেড়াতে গেলে আসামীরা তাকে এলোপাতারী কুপিয়ে হত্যার চেষ্টা করে। এসময় ঘটনাস্থল অনুশীলন কোচিং সেন্টারের সামনে থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসা দেয়া হলেও তার দুটি হাতের রগই কেটে যায়। রগ কেটে যাওয়ায় পঙ্গু হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হলেও তেমন কোনো সূফল হয়নি। এ ঘটনার ৭ দিন পর মা লাইজু বেগম বাদি হয়ে কোতয়ালী মডেল থানায় মামলা করেন। মামলার নাম্বার ৬০। ৬ টি ধারায় অভিযুক্ত করে নামধারী দুইজন সহ ৪/৫ জন অজ্ঞাত আসামীর নামে দায়েরকৃত মামলার ৬ মাসের অধিক সময় পাড় হলেও এখনও কেউ আটক হয়নি বলে অভিযোগ করেন বাদী। ছেলেকে নিয়ে বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরে বেড়ালেও এখন পর্যন্ত একজন আসামীও আটক করতে পারেনি পুলিশ বলে জানায় লাইজু বেগম। তারা সকলেই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, এর পরেও কেন পুলিশ তাদের আটক করতে পারছেনা এমন প্রশ্ন করেন অসহায় মা। অন্যদিকে দীর্ঘদিন অতিবাহিত হলেও আসামীরা ধরা না পড়ায় আরও বেপরোয়া হয়ে উঠেছে। তারা মামলা তুলে নেয়ার জন্য প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে বলেও জানান লাইজু বেগম। এ অবস্থায় আসামীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন প্রসাশনের কাছে।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান বলেন, ঘটনাটি ৬ মাস আগের। পূর্বের কর্মকর্তারা বিষয়টি ভালো বলতে পারবেন। তবে তিনি এখন গুরুত্ব সহকারে দেখবেন। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে অতি সত্ত্বর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT