3:48 pm , October 25, 2024
কাউখালী প্রতিবেদক ॥ কাউখালী উপজেলা পরিষদের হলরুমে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কাউখালী উপজেলা শাখার ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয় গতকাল শুক্রবার সকালে। কাউখালী উপজেলা শাখার ওলামা বিভাগের সভাপতি মাওলানা শহিদুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মুফতি আব্দুল হালিম। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা আব্দুল মতিন ফারুকী, উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা নজরুল ইসলাম, সেক্রেটারী অধ্যাপক হুমায়ুন কবির, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন। বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মাওলানা ইলিয়াস খান, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আব্দুল জলিল, মাওলানা দেলোয়ার হোসেন প্রমুখ। সম্মেলনের দ্বিতীয় পর্বে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কাউখালী উপজেলা শাখার একটি কমিটি গঠন করা হয়। মাওলানা মোঃ শহিদুল ইসলামকে সভাপতি, মাওলানা ইলিয়াস হোসেন খানকে সহ সভাপতি, মাওলানা হাফিজুর রহমানকে সহ-সভাপতি, মাওলানা আব্দুর রাজ্জাককে সাধারণ সম্পাদক, মাওলানা দেলোয়ার হোসেনকে সহ-সাধারণ সম্পাদক ও হাফেজ মোহাম্মদ খলিলুর রহমানকে অর্থ সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়।