3:54 pm , October 23, 2024
অনৈতিক কর্মকা-ের জন্য আওয়ামীলীগ নেতা ও সাংবাদিক
বানারীপাড়া প্রতিবেদক ॥ বানারীপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রাহাদ সুমনকে অনৈতিক কর্মকা-ের জন্য বানারীপাড়া প্রেসক্লাব থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। ২৩ অক্টোবর বুধবার বিকাল ৫ টায় বানারীপাড়া প্রেসক্লাবের এক জরুরী সভায় উপস্থিত সকল সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সাংবাদিক মাসুম বিল্লাহ সরদারের সভাপতিত্বে এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেনবানারীপাড়া প্রেসক্লাবের সাবেক নির্বাহী সদস্য মোহাম্মদ সাইদুল ইসলাম, সাংবাদিক কাজী বশির আহমেদ, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন, মোহাম্মদ ইলিয়াস শেখ, মোহাম্মদ জাহিন খালাসী, সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মোঘল সুমন সাফকাত, সাবেক প্রচার সম্পাদক মাইদুল ইসলাম শফিক শুভ, সাবেক কোষাধ্যক্ষ নুরুজ্জামান পলাশ, সাংবাদিক রফিকুল ইসলাম, তাওহিদুল ইসলাম,মাহবুবুর রহমান সোহেল, সাব্বির আহমেদ, হাসিবুল ইসলাম, মোহাম্মদ আল-আমিন, মোহাম্মদ আমিনুল ইসলাম,মোহাম্মদ সাঈদ, সাংবাদিক মোহাম্মদ তরিকুল ইসলাম মিঠু প্রমুখ। বানারীপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বানারীপাড়া পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাংবাদিক রাহাদ সুমন সম্প্রতি ঢাকার একটি হোটেলে নারী কেলেঙ্কারির ঘটনায় গণধোলাই এর শিকার হয়। তার একটি ভিডিও চিত্র বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হওয়ায় বানারীপাড়া সহ সকল সাংবাদিকদের মান ক্ষুন্ন হয়। এর প্রেক্ষিতে বানারীপাড়া প্রেসক্লাবের উক্ত জরুরী সভায় সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে রাহাদ সুমনকে প্রেসক্লাব থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয় এবং তাকে কালো তালিকাভুক্ত করা হয়।