3:55 pm , October 22, 2024

খবর বিজ্ঞপ্তি ॥ মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থানরত ছারছীনা দরবার শরীফের গদ্দীনশীন পীর আলহাজ্ব হযরত মাওলানা মুফতী শাহ্ আবু নছর নেছারুদ্দিন আহমাদ হোসাইন (মা. জি. আ.) এর সাথে জননন্দিত ইসলামিক স্কলার শায়েখ ড. মিজানুর রহমান আজহারী একান্ত সাক্ষাতে মিলিত হয়েছেন। বেশ কিছু দাওয়াতী প্রোগ্রাম উপলক্ষে ছারছীনা দরবার শরীফের পীর আলহাজ্ব হযরত মাওলানা মুফতী শাহ্ আবু নছর নেছারুদ্দিন আহমাদ হোসাইন মালয়েশিয়াতে অবস্থান করছেন। এরই ধারাবাহিকতায় গতকাল কুয়ালালামপুরে পীর এর সাথে ড. মিজানুর রহমান আজহারী একান্ত সাক্ষাত ও ভোজে মিলিত হন। দেশ, ইসলাম, মানবতার কল্যানে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে মতামত পেশ করেন হযরত পীর ছাহেব হুজুর এবং শায়েখ আজহারী।
এ সময় সাথে ছিলেন পীর সাহেব এর সাহেবজাদা শাহ্ মোহাম্মদ, ছারছীনা দারুস্সুন্নাত আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা বোরহান উদ্দিন ছালেহী, মালয়েশিয়ায় প্রবাসী রাজনৈতিক ব্যাক্তিত্ব ড. ফয়জুল হক প্রমুখ।
এ সময় ড. ফয়জুল হক মহান রাব্বুল আলামিন এর কাছে সকল হকপন্থী পীর মাশায়েখ ও ইসলামিক স্কলারদের দেশ ও বিদেশে ইসলামের মহান মহিমা পৌঁছে দেওয়ার তাওফিক কামনা করেন।