3:51 pm , October 22, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ এইচএসসি পরীক্ষার ফলাফল বাতিলের দাবিতে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেছে একদল শিক্ষার্থী। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে নগরীর নথুল্লাবাদ এলাকায় শিক্ষা বোর্ডের ভবনের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে এ বিক্ষোভ মিছিল করে।
এসময় তারা সম্প্রতি প্রকাশিত এইচএসসির বৈষম্যহীন রেজাল্ট দাবি করে নানা স্লোগান দিতে থাকে। এর আগে নগরের বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে শিক্ষার্থীরা বরিশাল শিক্ষাবোর্ডের সামনে অবস্থান নেন। এক পর্যায়ে তারা স্লোগান দিতে দিতে মূল ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেয়। বিকেল সাড়ে ৩টা পর্যন্ত শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি চালিয়ে ফিরে যায়।
এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, এইচএসসির বাতিল ৬টি পরীক্ষা যে পদ্ধতিতে ম্যাপিং করে ফলাফল তৈরি করা হয়েছে, তাতে চরম বৈষম্য সৃষ্টি হয়েছে। এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের অবস্থান ও এ প্রতিবাদ কর্মসূচি।
শিক্ষার্থীরা আরো জানায়, এবার যে ফলাফল তৈরি হয়েছে, সেটা চরম বৈষম্যের। কোনো বোর্ডের ৬টি পরীক্ষা দিয়েও কেউ ৩টি পরীক্ষা দিয়েছে বলা হয়েছে। অথচ রেজাল্টের ক্ষেত্রে কম পরীক্ষা দেওয়া বোর্ডের রেজাল্ট ভালো হয়েছে। এই বৈষম্য আমরা মানিনা। অবিলম্বে ঘোষিত ফলাফল বাতিল করে নতুন পদ্ধতিতে রেজাল্ট প্রকাশের দাবি জানায় শিক্ষার্থীরা।
এ বিষয়ে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন বলেন, একদল শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার ফলাফল বাতিলের দাবিতে শিক্ষাবোর্ডের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে। তারা তাদের দাবি জানিয়েছে, আমরা শুনেছি। বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে কথা বলবো তারা যে সিদ্ধান্ত দিবে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।