ধর্ষণ মামলায় একজনকে ৬ বছরের আটকাদেশ ধর্ষণ মামলায় একজনকে ৬ বছরের আটকাদেশ - ajkerparibartan.com
ধর্ষণ মামলায় একজনকে ৬ বছরের আটকাদেশ

4:29 pm , October 21, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ ১৬ বছরের কিশোরী কে ধর্ষণ করায় একজনকে ৬ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার বরিশালের শিশু আদালতের বিচারক  ইয়া রব হোসেন ওই নির্দেশ দেন। দন্ডপ্রাপ্ত আসামি হচ্ছে : উজিরপুর  থানার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ শাহজালাল ওরফে আগুন।  আদালতের বেঞ্চ সহকারি মোঃ হুমায়ন কবির জানান, ধর্ষিতা উজিরপুরের একটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। আসামি প্রথমে  বাদির কন্য্যাকে প্রেমের প্রস্তাব দেয়। এতে সে রাজি না হলে বিয়ের  প্রলোভন  দেখিয়ে ধর্ষণ করে। এ ব্যাপারে আকলিমা বেগম ২০২০ সালের ১৩ই মে মামলা দায়ের করেন। ২০২০ সালের ৩০ শে সেপ্টেম্বর ওই মামলার চার্জশীট  দেয় উজিরপুর থানা পুলিশ। বিচারক  ৮  সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল বিকেলে ওই রায় দেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT