4:26 pm , October 21, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি কর্পোরেশনের নগরভবনে গিয়ে সদ্য যোগদানকারী প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেয়া নিয়ে কর্মকর্তা-কর্মচারিদের সাথে হট্টগোল হয়েছে ছাত্র ও সমন্বয়ক পরিচয়ধারী কয়েকজনের সাথে। একপর্যায়ে অবরুদ্ধ হয়ে পড়ারা পরে প্রধান নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে নিরাপত্তাকর্মীদের সাহায্যে নগরভবন ত্যাগ করে। গতকাল সোমবার দুপুরে এঘটনা ঘটে। নগরভবন সূত্রে জানা গেছে, বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে গতকাল যোগদান করেন প্রশাসনের কর্মকর্তা আজিজুল বারী। দুপুরে তিনি নিজ কার্যালয়ে দাপ্তরিক কাজে ব্যস্ত থাকাবস্থায় ছাত্র ও সমন্বয়ক পরিচয়ধারী কয়েকজন তার কক্ষে প্রবেশ করে বিসিসির কিছু কর্মকর্তা-কর্মচারীর নামে অভিযোগ করতে থাকে। এসময় কর্মকর্তা-কর্মচারীরা বিষয়টি টের পেয়ে তারাও কাজ বন্ধ রেখে সংঘবদ্ধ হয়ে প্রথমে প্রধান নির্বাহী কর্মকর্তার কক্ষের সামনে জড়ো হয়। এক পর্যায়ে বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারি প্রধান নির্বাহী কর্মকর্তার কক্ষে প্রবেশ করে ছাত্রনামধারীদের বিরুদ্ধে হয়রানিসহ নানা অভিযোগ উত্থাপন করেন। এনিয়ে বেশ হট্টোগলের সৃষ্টি হয়। বিক্ষুদ্ধ কর্মকর্তা-কর্মচারীরা একত্রিত হয়ে এসময় অহেতুক হয়রানি বন্ধের দাবি জানিয়ে হয়রানিকারীদের প্রতিহত করার ঘোষনা দিয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। অবস্থা বেগতিক দেখে ছাত্রনামধারীরা প্রধান নির্বাহী কর্মকর্তার কক্ষ ত্যাগ করার চেষ্ঠা চালালেও কর্মকর্তা-কর্মচারীদের তোপের মুখে পড়ে তারা অবরুদ্ধ হয়ে পড়ে। সবশেষ প্রধান নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা-কর্মচারীদের শান্ত করে বলেন, ছাত্রনামধারী যারা এসেছে তারা কথা দিয়েছে আগামীতে তারা আর নগরভবনে আসবেনা।এসময় সকল কর্মকর্তা-কর্মচারীদের যার যার কক্ষে গিয়ে কাজ করতে বলেন তিনি। তার নির্দেশনা অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীরা কাজে ফিরে গেলে বিসিসির নিরাপত্তা প্রহরীদের সাহায্যে নগরভবন ত্যাগ করে অবরুদ্ধরা।