4:26 pm , October 21, 2024
মুলাদী প্রতিবেদক ॥ মুলাদীতে ইলিশ রক্ষা অভিযানে এবার হাতবোমা হামলা করেছেন জেলেরা। নদীর পাড়ে দেশীয় অস্ত্র নিয়ে প্রশাসনের লোকজনদের প্রতিরোধ করেছেন জেলেদের স্বজনরা। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের চরমালিয়া মইজদ্দিনের হাট এলাকায় জয়ন্তী নদীতে এ বোমা হামলার ঘটনা ঘটে। এসময় জেলেদের স্বজনরা এক আটক জেলেকে ছিনিয়ে নেয় বলে জানান উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. মিজানুর রহমান। এ ঘটনায় উপজেলা মৎস্য কর্মকর্তা বাদী হয়ে রাতেই মুলাদী থানায় মামলা করবেন বলে জানান।
এর আগে গত শনিবার বেলা ১১টায় আড়িয়াল খাঁ নদের নাজিপুর পুলিশ ফাঁড়ি এলাকায় এবং রাত ৮টায় জয়ন্তী নদীর গাছুয়া ইউনিয়নের ডুমুরিতলা বাঘাবাড়ি এলাকায় হামলার শিকার হয়েছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
ইলিশ সম্পদ রক্ষা আইন না মেনে জেলেরা মারমুখী আচরন করায় বিব্রত হয়ে পড়েছেন বলে জানান মৎস্য দপ্তরের কর্মকর্তারা। এতে উপজেলার আড়িয়াল খাঁ, জয়ন্তী ও নয়াভাঙনী নদীতে ইলিশ রক্ষা অভিযান ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবুল বাশার জানান, সোমবার ভোর ৪টা থেকে অভিযানে যাওয়ার কথা থাকলেও ট্রলার চালকদের অবহেলায় সকাল ৮টা থেকে অভিযান শুরু হয়। পরে জয়ন্তী নদীর চরমালিয়া মইজদ্দিনের হাট এলাকা থেকে বেশ কয়েকটি কারেন্টজাল এবং একজন জেলেকে আটক করা হয়। বেলা ১১টার দিকে ১৫-২০টি জেলে নৌকা অভিযানের ট্রলার ও স্পিডবোর্ট ঘিরে ফেলে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। জেলেদের হামলা থেকে বাঁচতে অভিযানের ট্রলার ও স্পিডবোর্ট জয়ন্তী নদীর দক্ষিণ পাড়ে ভিড়ানের চেষ্টা করলে স্থানীয় কিছু লোক দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টা করে। এঘটনায় মামলা করা হবে।
অভিযানের ট্রলার মালিক সজল মুন্সী বলেন, ১৫-২০টি নৌকার শতাধিক জেলেদের হামলায় প্রশাসনের কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন। সংবাদ পেয়ে চরকালেখান ষোলঘর এলাকার লোকজন তাদের উদ্ধার করেন। জেলেরা নিয়ন্ত্রনহীন হয়ে পড়ায় ইলিশ রক্ষা অভিযান ব্যাহত হচ্ছে।
উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, কারেন্ট জাল জব্দ এবং ইলিশ শিকারের অপরাধে এক জেলেকে আটক করলে অন্যান্য জেলেরা জোটবদ্ধ হয়ে হামলা চালায়। তারা দুইটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে আটক জেলেকে নিয়ে যায়। এভাবে একের পর এক হামলার ঘটনায় কর্মকর্তারা বিব্রত হয়ে পড়েছেন এবং অভিযান বাঁধাগ্রস্ত হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দিন বলেন, হামলাকারী জেলেদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।